প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:৪৭ পিএম

প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে প্রকাশিত হল জনপ্রিয় শিল্পী মোমিন বিশ্বাস এর নতুন গান “কোন রঙে আঁকবো তোমাধ”। সম্প্রতি গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে।
গান প্রসঙ্গে মোমিন বলেন-" শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এর লেখা এর আগে যতগুলো গান গেয়েছি এই গানটি আমার কাছে বিশেষভাবে স্মরণীয়। ৩ বছর আগে গাজী আংকেল এর সাথে একটি কাজে জি সিরিজে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি এবং গাজী আংকেল বসে গল্প করছিলাম এমন সময় তিনি বললেন-"ভাতিজা একটা গানের আইডিয়া আইছে, লিখ্যা ফালাও তো"
এরপর তিনি মাত্র ৫ মিনিটে সম্পুর্ণ এই গানটি তিনি মুখে বলেছিলেন আর আমি লিখেছিলাম। গানটি লেখার পর গাজী আংকেল বলেছিলেন-"ভাতিজা গানটা যত্ন কইরা গাইয়ো, তোমার জন্য খুন ভালো একটা গান হবে"
কিন্তু দূর্ভাগ্যজনকভাবে তার কিছুদিন পরেই তিনি মারা যান। গানটি দীর্ঘদিন সেভাবেই পড়ে ছিল। গানটি মুক্তি দিতে এগিয়ে এলেন জনপ্রিয় শিল্পী কিশোর পলাশ, সহযাত্রী হলেন গুণী সুরকার অমিত কর। এরপর গানটির সুর করা হলো অত:পর প্রকাশিত হল। যদি গাজী মাজহারুল আনোয়ার গানটি শুনে যেতে পারতেন আমাদের এই প্রচেষ্টা পূর্ণতা পেতো"
সুরকার অমিত কর বলেন-"গানটি যখন পাই তখন অভিভূত হয়ে যাই। এমন কথা গাজী মাজহারুল আনোয়ার বলেই লিখতে পারতেন। মোমিন চমৎকার গেয়েছে। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে"
বর্তমানে রেডিও, টেলিভিশন, চলচ্চিত্রের গানের পাশাপাশি নিয়মিত মৌলিক গান প্রকাশ করছেন মোমিন বিশ্বাস।
আজকালের খবর/আতে