সোমবার ১৪ জুলাই ২০২৫
জাতিসংঘের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:৩২ এএম
পরমাণু প্রকল্প বিষয়ক জাতিসংঘের চুক্তি নন-প্রোলিফারেশন ট্রিটি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ইরান। ইরানের পার্লামেন্ট মজলিশে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বিল প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সোমবার রাজধানী তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই বলেন, “আমরা এনপিটি থেকে বেরিয়ে যেতে পারি। কারণ সম্প্রতি যা যা হচ্ছে, তাতে আমাদের একটা যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। এনপিটিতে ইরান থাকবে কি না— এ ইস্যুতে মজলিশের এমপিদের ভোটাভুটি হবে। এ সংক্রান্ত একটি বিল প্রস্তুতের কাজ শুরু হয়েছে।”

১৯৭০ সালে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা আইইএ’র সঙ্গে এনপিটি চুক্তি করেছিল ইরান। সে সময় অবশ্য বর্তমান ইসলাপন্থি শাসকগোষ্ঠী দেশটিতে ক্ষমতাসীন ছিল না। ইরানের সর্বশেষ রাজা বা শাহ রেজা পাহালভী তখন ইরানের রাষ্ট্র ও সরকারপ্রধান ছিলেন।

আইএইএ-এর সঙ্গে এএনপিটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে দেশটি কখনও পরমাণু অস্ত্র তৈরি বিষয়ক প্রকল্প গ্রহণ করবে না এবং আইএইএ-কে সহযোগিতা করবে।

গত শুক্রবার ভোররাতে ইরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরে বলেছেন, তেহরান পরমাণু অস্ত্র নির্মাণের দ্বারপ্রান্তে রয়েছে এবং এ থেকে তেহরানকে বিরত রাখাই এ হামলার উদ্দেশ্য।

তেহরান অবশ্য বরাবরই দাবি করে আসছে যে তার পরমাণু প্রকল্পের উদ্দেশ্য শান্তিপূর্ণ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ সোমবারও বলেছেন যে পরমাণু অস্ত্র তৈরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ধর্মীয় আদেশের বিরুদ্ধে।

তবে গত সপ্তাহেই এক রেজোল্যুশনে আইএইএ অভিযোগ করেছে যে ইরান এনপিটির শর্ত লঙ্ঘন করেছে। আইএইএ এই রেজোলুশন উত্থাপনের কয়েক দিনের মধ্যে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল।

সোমবারের সংবাদ সম্মেলনে আইএইকে দোষারোপ করেছেন ইসমাইল বাঘাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখাপাত্র বলেছেন, “আইএইএ ইসরায়েলকে এ হামলা চালানোর ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে।”

সূত্র : রয়টার্স

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলায় স্থগিতাদেশ, আপিল করবে দুদক
১২ দিনে প্রবাসী আয় ১৩ হাজার কোটি টাকা
সেনাবাহিনীকে বিতর্কিত করতে অস্ত্রসহ গ্রেপ্তার ভায়ের পক্ষে সংবাদ সম্মেলন
পেকুয়ায় বনবিভাগের অভিযানে অবৈধ পাকাবাড়ি উচ্ছেদ অভিযান
চুক্তিভিত্তিক বাণিজ্যে স্বচ্ছতা আনতে ইউআরসি ডকুমেন্ট বাধ্যতামূলক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নানা প্রতিকূলতার মধ্যেও লাভজনক দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি
ব্রাহ্মণবাড়িয়ায় আল মাহমুদ কমপ্লেক্স স্থাপনের দাবি
অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ করা হবে: কৃষক দল নেতা আতাউর
পিসিসিপি’র খাগড়াছড়ি কলেজ কমিটি গঠন ও আলোচনা সভা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft