বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
মঙ্গলবারও কর্মসূচি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৭:৪৯ পিএম
সচিবালয়ের কর্মচারীরা মঙ্গলবার (১৭ জুন) বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। এদিকে আলোচনার আমন্ত্রণ না পেলে নতুন দাবি যুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

সোমবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে বিক্ষোভ সমাবেশ শেষে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আমরা মাঠে ময়দানে ঘুরছি। এই কালো অধ্যাদেশ গোপনে উপদেষ্টা পরিষদ থেকে পাস করানো হয়েছে। আমরা এর সঙ্গে জড়িতদের ধিক্কার জানাই এবং এটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। সরকার আমাদের সঙ্গে সাপলুডু খেলা খেলছে।

তিনি আরও বলেন, ঈদের আগে দেওয়া বিশেষ প্রণোদনা ভাতা ছিল “ফাঁকিবাজি” এবং “প্রতারণা”। তিনি বলেন, এটি বিশেষ সুবিধা নয়, বিশেষ প্রতারণা। আমরা এটি মেনে নেব না।

মো. নুরুল ইসলাম বলেন, অধ্যাদেশ জারির আগে আলোচনার প্রজ্ঞাপন থাকলেও এখনো কোনো প্রস্তাব পাননি তারা। আমরা রোদে পুড়ে আন্দোলন করছি, আর সরকার এসিতে বসে আছে। যদি আমাদের কথায় কান না দেওয়া হয়, তাহলে বিভাগীয় পর্যায়ে সম্মেলন ডাকতে বাধ্য হব। আমরা কোনো সংশোধন বা পরিবর্তন চাই না, শুধু অধ্যাদেশ বাতিল চাই। পিছু হটার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, আমরা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দেব। আর মঙ্গলবার সচিবালয়ের বাদাম তলায় বেলা ১১টায় জমায়েত হব। প্রতিটি মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে আসবেন। যদি না আসেন তাহলে ধরে নেব তারা ফ্যাসিস্ট সরকারের দোসর।

মো. নুরুল ইসলাম বলেন, এ অধ্যাদেশ বাতিল করলে আমরা নীরবে ঘরে ফিরে যাব। যদি আমাদের আগুন জ্বালিয়ে আপনারা খেলা করতে চান তাহলে আমরা এমন খেলা খেলব আপনারা ঘরে ঢুকতে পারবেন না। আপনারা সে কাজ করতে বাধ্য করবেন না।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
টেকনাফে র‍্যাবের চেকপোস্টে ৫০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক
শাপলা ছাড়া বিকল্প অপশন নাই: পাটওয়ারী
আগের মতো চাঁদাবাজি-দখলদারিত্ব সবই চলছে: সারজিস
মুসলমানের চিহ্ন থাকলে শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করা হতো: নাহিদ
ইসরায়েলের সমালোচনা করায় জাতিসংঘের বিশেষ দূতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি না পাওয়ায় স্বামীকে ডিভোর্স, থানায় অভিযোগ
খালিয়াজুরীতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হলেও নেই কার্যক্রম
অভিনেত্রী আনোয়ারার সঙ্গে দিয়ামনি ই-কমিউনিকেশনের সৌজন্য সাক্ষাৎ
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার
ধ্বংসের মুখে নেত্রকোনার চারশ বছরের পুরনো ‘সালিশখানা’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft