প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৫:৩৪ পিএম

রাজবাড়ীর পাংশায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় সিহাব মন্ডল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ জুন) দিবাগত রাতে উপজেলার মাছপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
গ্রেপ্তার সিহাব মন্ডল উপজেলার কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামের উজ্জল মন্ডলের ছেলে। এলাকায় বখাটে যুবক বলে পরিচত সে। এ ঘটনায় অপর আসামি একই এলাকার জেহের আলী মন্ডলের ছেলে হাসমত আলী পলাতক রয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গতকাল রবিবার সকাল ১০টার কিছু পরে ভুক্তভোগী দুই শিক্ষার্থী স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিলো। তারা উপজেলার সরিষা ইউনিয়নের নাওরাবনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে সিহাব ও হাসমত নামে দুই যুবক তাদের পথরোধ করে। এ সময় ওই দুই যুবক শিক্ষার্থীদের ধারালো ছুরির ভয় দেখিয়ে পরিত্যক্ত স্কুলের ভেতর নিয়ে যায়। পরে সিহাব মন্ডল এক শিক্ষার্থীকে পানের বরজের ভেতর নিয়ে যায়। অন্য শিক্ষার্থীকে হাসমত আলী পরিত্যক্ত স্কুলের ভেতর ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ভুক্তভোগীর পরিবার থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতেই সিহাব মন্ডল নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
আজকালের খবর/ওআর