ইসরায়েলের আরো ২ গুপ্তচরকে আটক করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১:৩২ পিএম
ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মোনতাজের আল-মাহদি

ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মোনতাজের আল-মাহদি

ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের আরো ২ সদস্যকে আটক করেছে ইরান। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যও জব্দ করা হয়েছে। 

ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মোনতাজের আল-মাহদি রবিবার জানিয়েছেন, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুইয়েহ জেলায় এই দুই এজেন্টকে শনাক্ত করে আটক করা হয়েছে।

তিনি জানান, অভিযানে ২০০ কিলোগ্রামেরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের যন্ত্রাংশ ও উৎক্ষেপণ সামগ্রীসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়াও একটি নিশান পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে।

১৩ জুন রাতে ইসরায়েলি বাহিনী ইরানের অভ্যন্তরে, এমনকি আবাসিক ভবনেও একতরফা আগ্রাসন চালিয়েছে। এরপর থেকেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ইরানে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।

ছোট আকারের ড্রোন ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে বিভিন্ন স্থানে।

এর আগে একই দিনে ইরানের আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ কাউন্টিতেও আরো দুইজন মোসাদ এজেন্টকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আলবোর্জ প্রদেশটি তেহরান প্রদেশের সন্নিকটে অবস্থিত।

উল্লেখ্য, ইসরায়েলের অভ্যন্তরে তেল আবিব, জেরুজালেম ও হাইফাসহ বিভিন্ন এলাকায় ইরান ইতোমধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা আঘাত হেনেছে।

দখলকৃত ভূখণ্ডে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ইসরায়েলিরা দিনের পর দিন বোমা সুরক্ষা বাঙ্কারে অবস্থান করতে বাধ্য হচ্ছে। খবর: ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু টাইগারদের
চট্টগ্রামে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
দুদক সচিব খালেদ রহীমের কর্মস্থলে যোগদান
গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত না হওয়া নিয়ে হাসপাতালের ব্যাখ্যা
কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট পাকিস্তান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন
কুবিতে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের উপর হামলার হুমকি
বান্দরবানে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি
১২ লাখ ৫০ হাজার জীবন বিমা বাতিল
যুক্তরাজ্যে গোপনে সম্পদ বিক্রি করছেন শেখ হাসিনার ঘনিষ্ঠরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft