মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
পুলিশের সঙ্গে এনটিআরসিএ নিয়োগ বঞ্চিতদের ধাওয়া পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১:৫৮ পিএম
পুলিশের সঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগবঞ্চিত শিক্ষকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার দুপুরে সচিবালয়ের কাছাকাছি এ ঘটনা ঘটেছে। এর আগে ১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্বরা নিয়োগের দাবিতে সচিবালয়ে ঢোকার চেষ্টা করছেন।

সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেন নিয়োগ বঞ্চিতরা। তারা এই কর্মসূচির নাম দেন ‘সচিবালয় অভিমুখে লংমার্চ’।

৩৫ ঊর্ধ্ব বয়সের ১৭তম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণরা রবিবার সচিবালয়মুখী হলে পুলিশের সাথে এ সংঘর্ষ বাদে। দফায় দফায় সংঘর্ষে আহত হয়ে কয়েকজনকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

তোপখানা রোডে পুলিশের বাঁধা ডেঙ্গিয়ে চাকরি প্রার্থীরা সচিবালয়ের দিকে যেতে চাইলে এ সংঘর্ষ বাদে। পুলিশ কয়েক দফায় সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে নিবন্ধন উত্তীর্ণদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এতে কমপক্ষে একজন আন্দোলনকারীকে আহত অবস্থায় তোপখানা রোড়ে পড়ে থাকতে দেখা যায়। আরো কয়েকজন আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা দাবি করেছেন।

১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্বদের নিয়োগের দাবিতে সচিবালয়ে ঢোকার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে তারা প্রেসক্লাবের সামনে থেকে রওনা হয়েছেন।

রবিবার (১৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেন। তারা এই কর্মসূচির নাম দেন ‘সচিবালয় অভিমুখে লংমার্চ’।

এদিকে, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ বয়স ৩৫ বছর অতিক্রম করা প্রার্থীদের ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে একটি রুল জারি করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলেন, বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বয়সের কারণে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি ৭৩৯ জন প্রার্থী। তারা অন্তত একবার সুযোগের দাবি করছেন।

তারা জানান, ২০২০ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও চূড়ান্ত ফল প্রকাশ হয় ২০২৩ খ্রিষ্টাব্দের ডিসেম্বরে, যা চার বছরেরও বেশি সময়।

এতে ৩৫ বছর পেরিয়ে যাওয়ায় ৭৩৯ জন প্রার্থী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ হারান। অথচ সনদের মেয়াদ তিন বছর থাকা সত্ত্বেও তাদের আবেদনের সুযোগ দেওয়া হয়নি।

তারা আরও উল্লেখ করেন, এনটিআরসিএ বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব পাঠালেও আইনি জটিলতার কথা বলে তা বাস্তবায়ন করা হয়নি।

যদিও আইন মন্ত্রণালয় আপিল বিভাগের রায় ও করোনা পরিস্থিতি বিবেচনায় প্রার্থীদের বয়স ৩৫ নির্ধারণের বিষয়ে যুক্তিসংগত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রেখেছে।

তাদের অভিযোগ এনটিআরসিএ চেয়ারম্যান মফিজুর রহমান হঠাৎ করেই এনবিআর থেকে বদলি হয়ে এনটিআরসিএতে আসেন। তিনি কিছুই না বুঝে দীনা পারভীনসহ কয়েকজনের পরামর্শে প্রতিষ্ঠান চালাতে গিয়ে গোয়ার্তুমিও করেন।

এনটিআরসিএর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় ৯৭ হাজার শূন্য পদের বিপরীতে মাত্র ২৪ হাজারের কম প্রার্থী আবেদন করেন। যেখানে ৭৩৯ জন ১৭তম নিবন্ধনধারী বয়সের কারণে আবেদন করতে পারেননি।

ফোরামের দাবি, এনটিআরসিএ বয়স নির্ধারণের ক্ষেত্রে যৌক্তিক বিবেচনায় ছাড় দিলেও এই ব্যাচের ক্ষেত্রে তা করা হয়নি।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনটিআরসিএ। ২০০৫ খ্রিষ্টাব্দে যাত্রা শুরুর সময় শুধু প্রাক-যোগ্যতা নির্ধারণী সনদ দেয়া হতো।

সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করা যেতো। কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটির নেয়া পরীক্ষাই ছিলো চূড়ান্ত। ২০১৫ খ্রিষ্টাব্দ থেকে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব পায় এনটিআরসিএ।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল
সময় স্বল্পতার কারণে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ
যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে পালাক্রমে ধর্ষণসহ লুট, আটক ২
কুমিল্লায় সিআইডি সেজে চাঁদাবাজি, শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৫
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিজ হাতে আইন তুলে নেয়ার অধিকার কারো নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় পর্যায়ের আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশীদ, মহাসচিব কামরুল ইসলাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০
বড় পাথর মারা শার্ট-জিনস পরা ব্যক্তিটি কে?
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft