সোমবার ১৪ জুলাই ২০২৫
জটিল রোগে আক্রান্ত অভিনেত্রী সানা মকবুল
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১১:৪১ এএম
ঈদের দিনেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সানা মকবুল। ‘বিগ বস ওটিটি’র তৃতীয় মৌসুমে বিজয়ী হয়ে পরিচিতি পান তিনি। গত শনিবার থেকে হাসপাতালে ভর্তি সানা। দীর্ঘদিন ধরে অটোইমিউন হেপাটাইটিসে ভুগছেন তিনি। এবার হাসপাতাল থেকে অভিনেত্রী জানালেন, জটিল রোগে আক্রান্ত তিনি।

হিন্দুস্তান টাইমসকে সানা বলেন, আমার অবস্থা ভালো নয়, আমার লিভার আক্রান্ত। সব পরীক্ষা-নিরীক্ষার পর আমার লিভার সিরোসিস ধরা পড়েছে।

নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে অভিনেত্রী আরও জানান, চিকিৎসকেরাও লিভার ট্রান্সপ্ল্যান্ট যেন না করাতে হয়, সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সানা আরও বলেন, চিকিৎসক আর আমি—আমরা সবাই আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, যেন লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে না হয়। আমি ইমিউনোথেরাপি শুরু করেছি। এটা খুবই কঠিন ও ক্লান্তিকর। কিছুদিন অনেক কঠিন যায়, কিছুদিন একটু ভালো। তবে আমি এখনো আশায় বুক বেঁধে আছি। আমি শুধু চাই সুস্থ হতে, তাও আবার এমন কোনো বড় পদক্ষেপ ছাড়া।

তিনি আরও বলেন, সহজ হবে না জানি, কিন্তু আমি এখনই হাল ছাড়ার মানুষ নই। কিছুদিন কাঁদি, কিছুদিন হাসি, কিন্তু প্রতিদিনই লড়ি। যেমনটা বলা হয়, আরোগ্য এক যাত্রা, আমি প্রতিনিয়ত শিখছি।

সানা জানান, তার লিভার সিরোসিস একদিনে হয়নি, অনেক দিন ধরেই সেটা তিনি নিয়ন্ত্রণে রেখেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সেটা হঠাৎ খারাপের দিকে যায়। তার ভাষায়, এর ফলে কিছু কাজ পেছাতে হয়েছে। এটা খুব কষ্টের, কারণ, আমি কঠোর পরিশ্রম করে যেটুকু সাফল্য পেয়েছি, সেসবের স্বপ্ন এখন থমকে গেছে। যখন সবকিছু গুছিয়ে আসছিল, তখনই শরীর সাড়া দিচ্ছে না।

এই রোগনির্ণয়টা মানসিক, শারীরিক ও আর্থিকভাবে কতটা কঠিন, সে কথাও অকপটে জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, নিজেকেই নিজে চালিয়ে নিতে হয়, সবদিক থেকেই—সেটাই সবচেয়ে কঠিন। কিন্তু আমি নিজেকে প্রতিদিন বলি, এ তো একেকটা পর্বমাত্র। এখন একটু বাড়তি সতর্ক থাকতে হবে। জীবন আগের মতো নেই, কিন্তু আমি পুরো জীবন বাঁচতে চাই। আমি জানি, আমি আরও শক্তভাবে ঘুরে দাঁড়াব। কারণ, আমি লড়াকু।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলায় স্থগিতাদেশ, আপিল করবে দুদক
১২ দিনে প্রবাসী আয় ১৩ হাজার কোটি টাকা
সেনাবাহিনীকে বিতর্কিত করতে অস্ত্রসহ গ্রেপ্তার ভায়ের পক্ষে সংবাদ সম্মেলন
পেকুয়ায় বনবিভাগের অভিযানে অবৈধ পাকাবাড়ি উচ্ছেদ অভিযান
চুক্তিভিত্তিক বাণিজ্যে স্বচ্ছতা আনতে ইউআরসি ডকুমেন্ট বাধ্যতামূলক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নানা প্রতিকূলতার মধ্যেও লাভজনক দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি
ব্রাহ্মণবাড়িয়ায় আল মাহমুদ কমপ্লেক্স স্থাপনের দাবি
অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ করা হবে: কৃষক দল নেতা আতাউর
পিসিসিপি’র খাগড়াছড়ি কলেজ কমিটি গঠন ও আলোচনা সভা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft