মঙ্গলবার ১৭ জুন ২০২৫
গাজায় প্রবেশের চেষ্টা
ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’র ক্রুদের সঙ্গে কী করছে ইসরায়েল?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১১:০৭ এএম
ইসরায়েলি নৌবাহিনীর কমান্ডোরা গাজার অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে গেছে। এরপর জাহাজের ১২ জন ক্রু সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।

আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ, ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রিমা হাসান, আল-জাজিরার সাংবাদিক ওমর ফাইয়াদসহ বিভিন্ন দেশের মোট ১২ জন নাগরিক রয়েছেন।
আইনজীবী সংস্থা আদালা জানিয়েছে, আটককৃতদের বর্তমানে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে। এখানে ১১ জন কর্মী এবং এক জন সাংবাদিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আগে শুনানির মুখোমুখি করা হবে।

আদালার পক্ষ থেকে বলা হয়েছে, ভলান্টিয়ারদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বারবার অনুরোধ জানানো হয়েছিল। এখন আমাদের আইনি দল বিমানবন্দরে পৌঁছেছে এবং শিগগির তাদের সঙ্গে সাক্ষাৎ করবে। একইসঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরাও তাদের সঙ্গে সাক্ষাতের জন্য উপস্থিত হচ্ছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ১২ জন এরই মধ্যে বিমানবন্দরে পৌঁছেছেন এবং নিজ নিজ দেশে ফেরার প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে কয়েকজন আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

যারা দেশে ফেরার নথিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানাবেন, তাদের ইসরায়েলি আইনের আওতায় বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হবে, যাতে তাদের নির্বাসন অনুমোদন করা যায় বলে জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়া বিভিন্ন দেশের কনস্যুলার প্রতিনিধিরাও বন্দিদের সঙ্গে বিমানবন্দরে সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, ‘ম্যাডলিন’ জাহাজটি গাজার ওপর ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা দিয়ে গাজা উপকূলের দিকে এগোচ্ছিল। গাজার উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল (প্রায় ১৮৫ কিলোমিটার) দূরে আন্তর্জাতিক জলসীমা থেকেই জাহাজটি আটক করে ইসরায়েল।

সূত্র: আল-জাজিরা

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
বিচিত্রায় ৪৭ বছর আগের জয়া ভাদুড়ীর সাক্ষাৎকার
প্রশংসা কুড়াচ্ছে জয়ের ‘ধোকা’
ইরানে ইসরায়েলের হামলায় নিহত প্রায় ৪৫০ জন
ইরানে ডাক্তার-নার্সদের ছুটি বাতিল
ইরানের ক্ষেপণাস্ত্রে মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্র চুরমার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
টেকনাফে বাস থামিয়ে পরিবহন কর্মীকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
কাটমুন্ডু কনফারেন্সে মাতৃভাষায় সাংবাদিকতা বিস্তারে ভূমিকা রাখতে সার্ক দেশগুলোর প্রতি আহ্বান
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস
ভারতে পালাবার সময় তানোর যুবলীগ সেক্রেটারি আটক
ইরান-ইসরায়েল সংঘাতে চীন ও রাশিয়ার অবস্থান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft