মঙ্গলবার ১৭ জুন ২০২৫
রোডম্যাপ নয়, নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে: আসিফ মাহমুদ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৩:১৪ পিএম
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়নি। আগামী এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সম্ভাব্য একটি তারিখ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা এ সময় নির্ধারণ করে দিয়েছেন। নির্বাচন কমিশন সে অনুযায়ী যথাসময়ে একটি রোডম্যাপ দেবে। 

সোমবার (৯ জুন) দুপুরে কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কনসার্ন ছিল যে স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যাবে। এখন তো সেই সম্ভাবনাটা নেই। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। আপনারা জানেন যে জনসাধারণ স্থানীয় সরকার থেকে যে সেবাগুলো পায় সেগুলো একেবারেই থমকে আছে। দৈনন্দিন সেবাগুলো থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। 

তিনি বলেন, এটা আমাদের একটা কনসার্ন। স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন যে সেবাগুলো আছে সেগুলো আমরা দিতে পারছি না। স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করাটা প্রথম থেকেই সরকারের একটা সদিচ্ছা ছিল। কোন পর্যায়ে কতটুকু আমরা করতে পারি দেখি। 

তিনি আরও বলেন, স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে। কতটুকু আমরা করতে পারি সেটা দেখে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের অনুরোধ করব। 

উপদেষ্টা বলেন, আমাদের কিছু কিছু মেইন স্ট্রিমের মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে।‌ আপনারা দেখবেন মুক্তিযোদ্ধা অধ্যাদেশ নিয়েও মিডিয়া থেকে অপপ্রচার করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। সোশ্যাল মিডিয়া অপপ্রচার চালাতে পারে। কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া এটা কিভাবে করতে পারে। অনেকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার করে যাচ্ছেন। 

তিনি বলেন, আপনারা দেখেছেন ইতিপূর্বে আমার পরিবার এবং আমার বাবাকে নিয়ে অপপ্রচার করা হয়েছে। চাঁদপুরের একটি ঘটনাকে আমার পরিবারের ঘটনা হিসেবে উল্লেখ করে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত আমরা তা নোট করে রাখছি। এসব বিষয়ে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারি।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
সরকার সবার সঙ্গে সমান আচরণ করছে: প্রেস সচিব
২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে দুজনের মৃত্যু
বিচিত্রায় ৪৭ বছর আগের জয়া ভাদুড়ীর সাক্ষাৎকার
প্রশংসা কুড়াচ্ছে জয়ের ‘ধোকা’
ইরানে ইসরায়েলের হামলায় নিহত প্রায় ৪৫০ জন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
টেকনাফে বাস থামিয়ে পরিবহন কর্মীকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস
ভারতে পালাবার সময় তানোর যুবলীগ সেক্রেটারি আটক
ইরান-ইসরায়েল সংঘাতে চীন ও রাশিয়ার অবস্থান
মধ্যপ্রাচ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষে ২১ মুসলিম দেশ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft