মঙ্গলবার ১৭ জুন ২০২৫
ঈদে মুক্তি পাচ্ছে তাণ্ডব, ১৩২ প্রেক্ষাগৃহে প্রদর্শন শুরু আজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১২:০৩ পিএম
পবিত্র ঈদুল আজহার সকালে সিনেমাপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে দেশীয় চলচ্চিত্র জগত। ঈদের বিশেষ এই দিনে মুক্তি পাচ্ছে প্রতীক্ষিত চলচ্চিত্র ‘তাণ্ডব’, যেটি দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হতে যাচ্ছে।

রায়হান রাফীর পরিচালনায় নির্মিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান। ঈদ উপলক্ষে দেশের ছয়টি সিনেমা মুক্তি পেলেও ‘তাণ্ডব’ নিয়ে দর্শকের আগ্রহ সবচেয়ে বেশি। প্রযোজনা সংস্থা জানিয়েছে, আজ থেকেই সিনেমাটি সারা দেশের বিভিন্ন হলে দেখা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে সিনেমাটির প্রথম সপ্তাহের হল তালিকার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘বছরের সর্ববৃহৎ মুক্তি! দেখে নিন, ‘তাণ্ডব’-এর প্রথম সপ্তাহের প্রেক্ষাগৃহ তালিকা। আপনাদের সবাইকে ঈদ মোবারক।’

নির্মাতা রায়হান রাফীর এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ আরও অনেকে।

সিনেমার পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই ‘তাণ্ডব’ নিয়ে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে ‘লেচুর বাগান’ নামের একটি আইটেম গান সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

এই আইটেম গানটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। গানটিতে শাকিব খানের সঙ্গে সাবিলার নাচ এবং পর্দায় উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

সিনেমাটির মুক্তিকে ঘিরে হলে হলে দর্শকের ভিড় প্রত্যাশা করছে প্রযোজনা সংস্থা। ঈদ উৎসবকে কেন্দ্র করে নতুন ছবির এমন মুক্তি আবারও প্রাণ ফেরাবে প্রেক্ষাগৃহে—এমনটাই আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
বিচিত্রায় ৪৭ বছর আগের জয়া ভাদুড়ীর সাক্ষাৎকার
প্রশংসা কুড়াচ্ছে জয়ের ‘ধোকা’
ইরানে ইসরায়েলের হামলায় নিহত প্রায় ৪৫০ জন
ইরানে ডাক্তার-নার্সদের ছুটি বাতিল
ইরানের ক্ষেপণাস্ত্রে মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্র চুরমার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
টেকনাফে বাস থামিয়ে পরিবহন কর্মীকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
কাটমুন্ডু কনফারেন্সে মাতৃভাষায় সাংবাদিকতা বিস্তারে ভূমিকা রাখতে সার্ক দেশগুলোর প্রতি আহ্বান
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস
ভারতে পালাবার সময় তানোর যুবলীগ সেক্রেটারি আটক
ইরান-ইসরায়েল সংঘাতে চীন ও রাশিয়ার অবস্থান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft