প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ১২:১১ এএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হয়েছে সঙ্গীত শিল্পী রফিক সাদীর নতুন গান ‘টুয়েন্টি ইয়ারস’। দারুণ একটা দিন ছিল/একটা পুরো পৃথিবী/একটাই আকাশ তখন/লিখে যেতাম যতো খুশি/ডানা মেলে গাঢ় রঙ/হলুদ বিকেলের কানামাছি/চুপচুপ ছন্দে খয়েরী সন্ধ্যা কবি/হাসতো গাইতো আর খুনসুটি/ চায়ের কাপে ঠোঁট চোখে আঁকিবুঁকি/সময়টা জমতো বেশ আড্ডার হাঁসফাঁস/তাই নিয়ে গল্পের এইতো ইতিহাস/It's a call journey by 20 years.
এমন কথার গানটি লেখার পাশাপাশি এর সুর ও সঙ্গীতায়োজনও করেছেন রফিক সাদী নিজেই। মঙ্গলবার (৩ জুন) শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে (Rafiq Sadi) গানটি প্রকাশিত হয়েছে।
মূলত কথানির্ভর রক মেলো, ব্লুজ, জাজ ঘরানার গান করেন রফিক সাদী। কবিতাকে সুরারোপ করার কারণে শ্রোতারা তার গানে ব্যতিক্রমী স্বাদ পান। ইতোমধ্যে তার বেশ কিছু গান শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় তার ২০ বছরের আনন্দ-বেদনা, মান-অভিমান নানা ঘটনা নিয়ে তৈরি তার ‘টুয়েন্টি ইয়ারস’ গানটি।
গানটি প্রসঙ্গে রফিক সাদী বলেন, ‘শরৎচন্দ্রের যেমন দেবদাস ছিলো, ১২ বছরের এক নিঃশব্দ ভালোবাসার ডাক। তেমনি এই গানে আমি বলতে চেয়েছি ২০ বছরের দীর্ঘ অপেক্ষার গল্প। এটি নিছক একটি গান নয়, একটি সময়ের গল্প, একটি অনুভবের ইতিহাস।’
‘টুয়েন্টি ইয়ারস’ গানটির পেছনের গল্প এতোটাই গভীর যে, সুযোগ পেলে এটি নিয়ে চলচ্চিত্রও তৈরি করতে চান তিনি। বর্তমানে সস্তা কথার ভাইরাল যুগের সময়ে কবিতাকে গানে রূপ দেওয়া একটি সাহসী পদক্ষেপ। এমন কাজ করতে গিয়ে কেমন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন জানতে চাইলে রফিক সাদী বলেন, ‘আসলে গান তো আমার পেটের খোরাক নয়, মনের খোরাক। তৃপ্তি পেতে গান করি। শ্রোতারা যদি এই গানকে পছন্দ করেন, তবেই আসলে পরিপূর্ণ তৃপ্ত হতে পারবো। কারণ, গান তো শ্রোতাদের জন্যই। আমি চেষ্টা করেছি বর্তমান অস্থির সময়ে, বিকৃত ভাষার সময়ে একঘেয়ে ঘ্যান ঘ্যানের মাঝে একটু সুস্থ সুন্দর সুবাতাস উপহার দিতে। বাকিটা শ্রোতাদের ওপর ছেড়ে দিলাম। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’
উল্লেখ্য, রফিক সাদীর প্রকাশিত অন্যান্য গানগুলোর মধ্যে ‘ভালো থেকো’ (কবি হুমায়ুন আজাদের শুভেচ্ছা কবিতা), ‘ক্লান্ত পথিক’, ‘ঈদ ঈদ লাগে’, ‘আমি এবং তুমি’, ‘কলেজ রোড’, ‘একা’ (কবি সুধীন্দ্রনাথ দত্তের ‘উটপাখি’ কবিতা অবলম্বনে) শ্রোতামহলে বেশ প্রশংসিত।
আজকালের খবর/আরইউ