প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৮:২৭ পিএম

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগে ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার নামক একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বিকাল ৩টায় এ অভিযানে নেতৃত্ব দেন, সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ আহমেদ।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, র্যাব-৬ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহিন উদ্দীন মো: জিয়াদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কারখানাটিতে নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় সেখানে মিষ্টির উপকরণ ও তৈরি পণ্যের আশপাশে সঠিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থা না থাকা এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির আশঙ্কায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে খাদ্য আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশ দ্রুত পরিষ্কার করে মানসম্মত খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। তিনি সাংবাদিক দের আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
আজকালের খবর/বিএস