বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
সাতক্ষীরায় গুমের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
এস এম তৌহিদুজ্জামান, সাতক্ষীরা
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ২:১৪ পিএম
আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) বেলা ১১টায় মানবাধিকার সংগঠন অধিকারের সাতক্ষীরা শাখার আয়োজনে শহরের খুলনা রোডস্থ শহীদ আসিফ চত্বরে  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের  পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফের সভাপতিত্বে ও অধিকার সাতক্ষীরার সদস্য সাংবাদিক ফিরোজ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- গুমের শিকার ডা. মুখলেসুর রহমান,  যুবদল নেতা আবু সেলিমের ভাই আলীপুর ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল ইসলাম, সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আকবর আলী,  অধিকার সাতক্ষীরার  সদস্য মো. নজরুল ইসলাম ঢালী,  শ্রমিকদল নেতা  রেজাউল ইসলাম রেজা,  সাংবাদিক আবু বক্কর, সাংবাদিক শাহজাহান আলী মিটন প্রমুখ। 

মানববন্ধনে বিএনপি নেতা রেজাউল ইসলাম বলেন, ২০১১ সালের ২৯ মে যুবদল নেতা মো. আবু সেলিমকে ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে গুম করে। আজও তার কোন সন্ধান পায়নি পরিবার। মানববন্ধনে অধিকার সাতক্ষীরার হিউম্যান রাইটস ডিফেন্ডার এড. শেখ আলমগীর আশরাফ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গুমের শিকার যে সব ব্যাক্তি ফেরত আসেননি তাদের ভাগ্যে কি ঘটেছে তা জনগনকে জানানো এবং যে সমস্ত গুমের শিকার ব্যক্তি এখনও ফিরে আসে নাই, তাদের স্ত্রী-সন্তানরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি বেচা এবং ভোগ করতে পারে সে ব্যবস্থা করা।

গুমের পর কিছু ব্যক্তিকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাদের পাওয়া গেছে। তাই ভারতে আরো গুমের শিকার ব্যক্তি আছেন কি-না সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ের যোগাযোগ স্থাপন করে তা জানান তারা।
 
বক্তারা বলেন, যে সমস্ত ব্যক্তি গুমের পর ফেরত এসেছেন, তাদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি কাউকে কাউকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে বা নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে নিম্ন আদালতকে ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কারাগার থেকে মুক্তি দিতে হবে। গুমের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করাসহ ৫ দফা দাবি  পেশ করেন। 

গুমের শিকার মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রাশেদ  বলেন,  শেখ হাসিনা খুনি সরকার ছিল। এই খুনি পুলিশ বাহিনী ২০১৬ সালে ৪ আগষ্ঠ  আমার সন্তানকে থানার হাজত খানায় রাখে। পরে তৎকালীন ওসি এমদাদ গুম করে । বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন আমার ছেলেকে খুজে বের করে দেওয়া হোক । 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টি, যা জানালো আবহাওয়া অফিস
ঢাবির ৭১ শিক্ষকের মব সন্ত্রাস নিরসন ও প্রতিরোধে বিবৃতি
যেভাবে জানা যাবে এসএসসির ফল
ফের এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
পীরগাছায় সরকারি গাছ কেটে নিলেন দুই ইউপি সদস্য
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি না পাওয়ায় স্বামীকে ডিভোর্স, থানায় অভিযোগ
গোমতী নদীর পানিবৃদ্ধি ও বিপদসীমার আশঙ্কা: কুমিল্লায় জরুরি সতর্কতা জারি
খালিয়াজুরীতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হলেও নেই কার্যক্রম
অভিনেত্রী আনোয়ারার সঙ্গে দিয়ামনি ই-কমিউনিকেশনের সৌজন্য সাক্ষাৎ
সন্ধ্যার মধ্যে ছয় অঞ্চলে ঝড়ের আভাস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft