জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নজরুল চর্চা কেন্দ্র, ঢাকা’র আয়োজনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য আলোচনা ও সংগীত সন্ধ্যা।
রবিবার (২৫ মে) রাজধানীর মীরপুরে মেমোরিয়াল ক্লাব হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। অনুষ্ঠান পরিচালনা করেন দেশের খ্যাতিমান কবি, প্রাবন্ধিক ও গবেষক মজিদ মাহমুদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি শাহ্ মোহাম্মদ সানাউল হক, নজরুল গবেষক আমিনুল ইসলাম ও গবেষক ড. কুদরত-ই-হুদা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন বিশিষ্ট কবি শাহিন চৌধুরী, মুক্তি মণ্ডল, ইকতিজা আহসান, অনার্য নাঈম, নিরঞ্জন দাশ, শামীম রেজা, মিজান খান, মনিরুজ্জামান পলাশ, সঞ্জয় দেওয়ান, সালাউদ্দীন, জুননু রাইন, সাজেদুর আবেদীন শান্ত, মাহবুব উল আলম, দিরাজ মাহমুদ, তাহমিনা শিল্পী, ইকবাল পারভেজ, রফিক সুলায়মান, আবৃত্তিকার সাইফুল ইসলাম, কবি বঙ্গ রাখাল, কবি হানিফ রাশেদীন, আব্দুল জব্বার, শামসুজ্জামান প্রিন্স, জাহাঙ্গীর আলম, তারেক হাসান, আবৃত্তিকার মাসুম বিল্লাহ প্রমুখ।
আলোচনা পর্ব শেষে নজরুল সংগীত পরিবেশন করেন
শিল্পী করিম হাসান খান
, নাহীদ মোমেন ও নাদিয়া আরেফিন শাওন।
সংস্কৃতিজন তাজবিউল মাহমুদ অরণ্যের সার্বিক তত্ত্বাবধানে সাংস্কৃতিক এই আয়োজনে অংশ নেন গণমাধ্যম ব্যক্তিত্বসহ দেশজুড়ে থাকা নজরুলভক্ত ও সংস্কৃতিপ্রেমীরা।