সোমবার ২৮ এপ্রিল ২০২৫
কৃষকদের জন্য প্রযুক্তি বাস্তবায়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে লাইট হাউজের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১১:১৩ PM আপডেট: ২৭.০৪.২০২৫ ১১:২৮ PM
“কৃষকদের জন্য প্রযুক্তি-ভিত্তিক ও টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিসঃ আজ রবিবার ২৭ এপ্রিল বিকাল সাড়ে ৩ টায় লাইট হাউজ-এর সভাপতি প্রফেসর হাবিবা বেগম-এর সভাপতিত্বে লাইট হাউজ আয়োজিত “কৃষকদের জন্য প্রযুক্তি-ভিত্তিক ও টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন লাইট হাউজ-এর নির্বাহী প্রধান মোঃ হারুন-অর-রশীদ।

মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জেদান আল মুসা (পিপিএম), পুলিশ সুপার, বগুড়া, মোঃ আব্দুল মজিদ প্রামানিক পিএইচডি, যুগ্ম পরিচালক (প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ বিভাগ), পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া, সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া, মোঃ তোছাদ্দেক হোসেন, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়া, মোছাঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা, কৃষি অফিসার, কাহালু, বগুড়া, ড. একেএম জাকারিয়া, প্রাক্তন পরিচালক ও সিনিয়র এ্যাডভাইজার, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া।

লাইট হাউজের নির্বাহী প্রধান মোঃ হারুন-অর-রশিদ শুভেচ্ছা বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। লাইট হাউজ-এর পরিচিতি উপস্থাপনার মাধ্যমে প্রেজেন্টেশন প্রদান করেন লাইট হাউজ-এর হেড অব রিসার্স এন্ড রিসোর্স মবিলাইজেশন মোঃ মুশফিকুর রহমান।

অনুষ্ঠিত সভায় প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম প্রকল্প উপস্থাপনা, প্রকল্প কার্যক্রম ও কৃষিতে আইসিটি-এর ইমপ্যাক্ট উপস্থাপনার মাধ্যমে প্রেজেন্টেশন প্রদান করেন।
এ পর্যায়ে প্রকল্পের ভোলান্টিয়ার ও উপকারভোগীর নিকট থেকে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। পরে সকল অতিথিবৃন্দের মধ্যে উন্মুক্ত আলোচনা হয়।

এর পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ জেদান আল মুসা (পিপিএম), পুলিশ সুপার, বগুড়া, সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া তিনি তার বক্তব্যে বলেন, বীজ উৎপাদনে কৃষকদের সক্ষমতা বাড়ানোর জন্য তাগিদ প্রদান করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা, কাহালু, বগুড়া তার বক্তব্যে বলেন- কৃষি ভিত্তিক ভিডিও কনটেন্ট যাতে মান সম্পন্ন হয় ও সঠিক তথ্যবহুল হয় সে বিষয়ে দৃষ্টিপাত করেন। প্রাক্তন পরিচালক ড. জাকারিয়া তার বক্তব্যে বলেন, প্রজেক্ট এর টেকসই হওয়ার ব্যাপারে জোর দেন। এবং বিভিন্ন সরকারি ওয়েবসাইটের লিংক ব্যবহার করার জন্য বলেন। মোঃ আব্দুল মজিদ প্রামানিক পিএইচডি তার কৃষকদের সরাসরি ট্রেনিং এর উপর বিশেষ জোর দেন।


প্রধান অতিথি জেলা প্রশাসক কৃষি কাজের ব্যাপারে লাইট হাউজ-এর প্রশংসা করেন এবং নারী ও শিশুদের নিপীড়ণ বন্ধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সবশে লাইট হাউজ-এর নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর হাবিবা বেগম সমাপনী বক্তব্য প্রদান করেন এবং সকলকে শুভকামনা ও ধন্যবাদ জ্ঞপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদি
অভ্যুত্থানে শহীদের ভাইকে কোপাল কিশোর গ্যাং সদস্যরা
পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ
ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, রোগীদের ভোগান্তি চরমে
কানাডায় উৎসবে গাড়ি নিয়ে হামলা, অনেক হতাহতের শঙ্কা
আকাশে উড়ার প্যারামোটর তৈরি করে চমক দেখালেন ফরিদপুরের মারুফ
হজ্বযাত্রীদের সেবায় কুবির রোভার কানন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft