সোমবার ২৮ এপ্রিল ২০২৫
বাকচান্দা এএস একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর নিবন্ধন চলছে
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৮:১৭ PM
ময়মনসিংহের ঐতিহ্যবাহী বাকচান্দা আব্দুস সামাদ (এএস) একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে পবিত্র ঈদুল আজহার (কোরবানির ঈদ) পরদিন তা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী আয়োজনে অংশ নিতে আগ্রহী প্রত্যেক শিক্ষার্থীদের নিবন্ধন করতে আহ্বান জানিয়েছে আহ্বায়ক কমিটি। 

আহ্বায়ক কমিটি জানিয়েছে, বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, দীর্ঘ প্রায় ৫৬ বছর পর হলেও প্রথমবারের মতো সিনিয়র-জুনিয়র মিলে একটি মিলনমেলার আয়োজন হতে যাচ্ছে। ইতোমধ্যে তারিখও নির্ধারণ করা হয়েছে। ইনশা আল্লাহ, সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহার পরদিন আমাদের পুনর্মিলনী উদ্যাপন হবে। 

আহ্বায়ক কমিটি আরো জানায়, পুনর্মিলনী নিয়ে সবার সঙ্গে আলোচনা করে প্রথমে একটি আহ্বায়ক কমিটি ও প্রতি ব্যাচ থেকে ২ জন করে প্রতিনিধি নির্ধারণ করা হয়। এরপর অর্থ, প্রচারসহ বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠান সম্পন্ন করার আগে আরও কয়েকটি উপকমিটি গঠন করা হবে। যেসব কমিটি গঠন করা হয়েছে, সেগুলোর সদস্যরা ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছেন। 

আহ্বায়ক কমিটির তথ্যমতে, স্কুল প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় প্রতিটি ব্যাচের প্রতিনিধি নির্ধারণ করা হয়েছে। এই ব্যাচ-প্রতিনিধিদের মাধ্যমে পুনর্মিলনীর নিবন্ধন ইতিমধ্যে শুরু হয়েছে। যা চলবে আগামী ১৫ মে পর্যন্ত। নিবন্ধন কার্যক্রম ব্যাচ-প্রতিনিধির মাধ্যমে অনলাইন ও অফলাইন দুইভাবেই করা যাবে। এই আয়োজনে শুধুমাত্র প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা (স্বামী/স্ত্রী ও সন্তান) অংশগ্রহণের সুযোগ পাবেন। নিবন্ধনের জন্য জনপ্রতি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরিবারের সদস্যদের জন্যও একই ফি দিতে হবে। নিবন্ধন করা প্রত্যেক শিক্ষার্থীদের খাবার ছাড়াও একটি করে টি-শার্ট দেওয়া হবে। এছাড়া দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের ইভেন্ট রাখা হয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুস সাত্তার, নাজিরুল ইসলাম নাদিম ও নূর মামুন বলেন, বাকচান্দা আব্দুস সামাদ একাডেমি বৃহত্তম ময়মনসিংহের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান। ১৯৬৯ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের এই বিদ্যালয় থেকে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা শেষ করে বের হয়েছেন। যারা রাষ্ট্রের বিভিন্ন কাজে দায়িত্ব পালন করছেন। শুধু চাকরি নয়, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও গড়ে তুলেছেন। এ ছাড়া প্রবাসেও পাড়ি জমিয়েছেন অনেকে। আমাদের এই বিদ্যাপীঠে যারা পড়াশোনা করেছেন, তাদের প্রত্যেক এতে অংশ নেওয়ার আহ্বান করছি। এ জন্য সবাইকে নিজেদের ব্যাচ-প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে। সবাই অংশগ্রহণ করলে পুনর্মিলনীটি ‘মিলনমেলায়’ পরিণত হবে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদি
অভ্যুত্থানে শহীদের ভাইকে কোপাল কিশোর গ্যাং সদস্যরা
পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ
ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, রোগীদের ভোগান্তি চরমে
কানাডায় উৎসবে গাড়ি নিয়ে হামলা, অনেক হতাহতের শঙ্কা
আকাশে উড়ার প্যারামোটর তৈরি করে চমক দেখালেন ফরিদপুরের মারুফ
হজ্বযাত্রীদের সেবায় কুবির রোভার কানন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft