সোমবার ২৮ এপ্রিল ২০২৫
উত্তেজনার মধ্যে আবারও চীনের সঙ্গে আলোচনা পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৭:২০ PM
ভারত-পাকিস্তান ব্যাপক উত্তেজনার মধ্যে এবার বেইজিংয়ের সঙ্গে আলোচনায় বসল ইসলামাবাদ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক ডার রোববার (২৭ এপ্রিল) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে এক টেলিফোন আলোচনায় অংশ নেন। বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম পাকিস্তান টুডে।

খবরে বলা হয়, আলোচনায় ইশাক ডার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে দুই দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা পারস্পরিক সম্মান ও বোঝাপড়া উন্নীত করার পাশাপাশি একতরফা ও আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, দুই নেতা শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সকল পর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ব্যাপারে সম্মত হয়েছেন।

আলোচনায় ইশাক ডার ভারতের একতরফা ও অবৈধ কর্মকাণ্ড এবং পাকিস্তানবিরোধী ভিত্তিহীন প্রচারণাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি চীনের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি অবিচল সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের ‘ইস্পাত কঠিন’ বন্ধুত্ব এবং সর্বাকালীন কৌশলগত অংশীদারত্বের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ডার আরও বলেন, পাকিস্তান ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দুই দেশের মধ্যে সর্বক্ষেত্রে অংশীদারত্ব সম্প্রসারণে কাজ করে যাবে।

এরআগে শনিবার (২৬ এপ্রিল) ইশাক দারের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইডং। সেসময় চীনা রাষ্ট্রদূত ভারতের কারণে সৃষ্ট উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পাকিস্তানকে কূটনৈতিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন ।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে এবং ইসলামাবাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছে। অন্যদিকে অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে পাকিস্তানও।

প্রতিবেশি দুই দেশের পাল্টাপাল্টি এই অবস্থানে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদি
অভ্যুত্থানে শহীদের ভাইকে কোপাল কিশোর গ্যাং সদস্যরা
পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ
ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, রোগীদের ভোগান্তি চরমে
কানাডায় উৎসবে গাড়ি নিয়ে হামলা, অনেক হতাহতের শঙ্কা
আকাশে উড়ার প্যারামোটর তৈরি করে চমক দেখালেন ফরিদপুরের মারুফ
হজ্বযাত্রীদের সেবায় কুবির রোভার কানন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft