প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৭:৩৯ PM আপডেট: ২৬.০৪.২০২৫ ৮:০১ PM

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদেশ ফেরত এক বেকার যুবককে একটি অটোরিকশা প্রদান করেছেন রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিল্পপতি মাহমুদুল ইসলাম। আজ শনিবার সকালে তার নিজ বাসভবন উপজেলার বেথইর আনন্দবাজার সন্নিকটস্থ মাহমুদ প্যালেস প্রাঙ্গণে চাবিসহ অটোরিকশাটি বেকার যুবক মানিক মিয়ার (৪০) হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেনÑ প্রধান শিক্ষক এম এ ইউসুফ, আলহাজ রফিকুল ইসলাম মিলন, আলহাজ সিরাজুল ইসলাম মুসা, সাংবাদিক আশরাফুল ইসলাম সুমন, হাফেজ গোলাম কিবরিয়া, শফিকুল ইসলাম, মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক, ইমাম হাফেজ রুহুল আমিন, মিনহাজুল ইসলাম আইয়ান প্রমুখ।
জানা যায়, কটিয়াদী পৌরসভার পূর্ব হালুয়াপাড়ার মৃত হাইচান মিয়ার ছেলে মানিক মিয়া দুই বছর পূর্বে সংসারের অভাব-অনটনের মধ্য দিয়ে ধারদেনা করে বিদেশ যান। কিন্তু বিদেশের কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় শূন্যহাতে দেশে ফিরেছেন। এমতাবস্থায় স্ত্রী-সন্তান নিয়ে মানববেতর জীবনযাপন করছিলেন। বেকার জীবন, ঋণের চাপ, সংসারের ঘানি টানা, সহায়সম্বলহীন জীবন চলার পথে প্রতিনিয়ত যন্ত্রণা পোহাতে হচ্ছে। তাই কূলকিনারা না পেয়ে তিনি শিল্পপতি মাহমুদুল ইসলামের দ্বারস্থ হন। পরে শিল্পপতি মাহমুদুল ইসলাম মানিক মিয়াকে বেকার জীবন দূরীকরণে একটি অটো গাড়ি কিনে দেন। অটো গাড়ি পেয়ে মানিক মিয়ার পরিবার মহাখুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই মহৎ উদ্যোগ এলাকাবাসী বেশ প্রশংসা করেছেন।
আজকালের খবর/ওআর