প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৭:৩০ PM

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার সময় ইজারাদারের লোক ও হকার্সদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিগত আওয়ামী লীগ সরকারের নামধারী লোকজনের চাঁদাবাজি ও কমিশন না দেওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইজারাদার কাজল ফকির।
আজ শনিবার দুপুর ১২টায় মাওনা চৌরাস্তার অস্থায়ী ইজারাদার কাজল ফকির এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি বলেন, আমি চলতি বছরে পহেলা বৈশাখ থেকে প্রায় ৬৫ লাখ টাকা পরিশোধ করে ইজারাদার হিসেবে নিযুক্ত হই। বৈধ ইজারাদার হওয়া সত্ত্বেও একটি পক্ষ ইজারার টাকা আদায়ে বাধা দিয়ে আসছে। ওই পক্ষটি বিগত স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর। দেশীয় অস্ত্রের মহড়া চালিয়ে তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। ইজারা পাওয়ার পরপরই বিগত আওয়ামী লীগ সরকারের অনুসারী হকার লীগের সভাপতি জাহিদ, জামায়াতে ইসলামীর সংগঠন পরিচয় দিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর পৌরসভার সভাপতি কামাল উদ্দীনসহ বেশ কয়েকজন বাজার থেকে নির্দিষ্ট হারে কমিশন দাবি করেন। গত শুক্রবার ইজারার টাকা উত্তোলনের সময় কামাল ও জাহিদের নেতৃত্বে তার লোকজনের ওপর হামলা চালানো হয়। এতে তিনজন গুরুতরসহ প্রায় ১৫ জন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে গত রাতেই তিনি ৩৮ জনের নাম উল্লেখ করে এবং ৬০ থেকে ৭০ জন অজ্ঞাত দিয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আজকালের খবর/ওআর