প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৭:২০ PM

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জের নগরপাড় এলাকার এক পিতা তার বিপথগামী পুত্রের সঙ্গে সকল পারিবারিক, সামাজিক ও আর্থিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ছিন্ন করেছেন। মানবিক ও পারিবারিক মূল্যবোধ রক্ষার স্বার্থে এই কঠিন সিদ্ধান্ত নেন মো. মফিজুল ইসলাম নামের এই অভিভাবক।
নোটারী পাবলিক, কুমিল্লা কার্যালয়ে দাখিলকৃত এক হলফনামার (নং-৫৫৬/২৪-০৪-২০২৫) মাধ্যমে তিনি ঘোষণা করেন, তার ১৯ বছর বয়সী পুত্র মো. নাঈম সরকার মাদকাসক্ত হয়ে পড়েছে এবং নিয়মিতভাবে পরিবারে অশান্তি সৃষ্টি করছে।
ঘোষণাপত্রে আরও উল্লেখ রয়েছে, নাঈম সরকার গাঁজা, ইয়াবাসহ নানা নেশাদ্রব্যে আসক্ত। সে গভীর রাতে বাড়ি ফেরা, মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এমনকি ভিন্ন ধর্মের নারীর সঙ্গে সম্পর্ক স্থাপনসহ সামাজিকভাবে লজ্জাজনক কার্যকলাপে জড়িত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এসব কারণেই পিতা মো. মফিজুল ইসলাম তার সন্তানের সঙ্গে যাবতীয় পারিবারিক, আর্থিক, সামাজিক ও সম্পত্তিগত অধিকার ছিন্ন করার কঠিন পদক্ষেপ গ্রহণ করেন।
তিনি বলেন, ‘আমার সন্তানের এমন বিপথগামী আচরণে আমি গভীরভাবে মর্মাহত। বহু চেষ্টা করেও তাকে সঠিক পথে ফেরাতে ব্যর্থ হয়েছি। পরিবার ও সমাজের সম্মান রক্ষার্থে তার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছি।’
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ সিদ্ধান্তটিকে সাহসী বললেও, অনেকেই এটিকে হৃদয়বিদারক ও দুঃখজনক বলে মন্তব্য করছেন।
আজকালের খবর/ওআর