প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৫:৪০ PM

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া এলাকা থেকে দিন-দুপুরে এক গৃহবধূকে অজ্ঞান করে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোহনগঞ্জে তোলপাড় শুরু হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) এ রিপোর্ট লেখা পর্যন্ত মোহনগঞ্জ থানায় কোনো অভিযোগ হয়নি। পুলিশ ধারণা করছে, অজ্ঞান পার্টির দুই নারী সদস্য এ ঘটনা ঘটিয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভার মাইলোড়া ঈশ্বর সাহার বাড়ীতে এ লুটের ঘটনা ঘটে।
নরোত্তম রায়ের স্ত্রী ভুক্তভোগী সোমা রায় জানান, দুই জন মহিলা উপজেলা শিক্ষা জরিপের তথ্য সংগ্রহের কথা বলে বাসায় ঢুকেন। পরে আমার সামনে থ্রী-পিছ পরিহিত এক নারী ওড়না ঝাড়া দেয়। তখন আমি তাদের বশে চলে যাই। বশে যাওয়ার পর তারা আমাকে যে যে প্রশ্ন করে তার উত্তর আমি দিতে থাকি। এভাবে কোথায় কি আছে বললে, আমার বাসায় থাকা ৪ ভরি স্বর্ণ ও ৫ ভরি রূপা নিয়ে নেয় ওই অজ্ঞাত দুই নারী।
অভিভাবক উত্তম রায় জানান, এ ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। ময়মনসিংহ থেকে এসে দেখি সোমা রায়কে অজ্ঞান করে দুই নারী স্বর্ণালংকার লুটে নিয়ে নিয়েছে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম শনিবার দুপুরে জানান, এ বিষয়ে থানায় এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আজকালের খবর/ওআর