শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
বাংলাদেশি যুবকের চোখে গুলি করল বিএসএফ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৭:১০ PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামের ২০২০/১১ এস পিলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আসাদুল ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ইটনা সীমান্তে কয়েক রাউন্ড গুলি করে বিএসএফ। এ সময় আসাদুলের ডান চোখে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সূত্রে জানা গেছে, কাজের সন্ধানে প্রায়ই অবৈধভাবে ভারতে যেতেন আসাদুল। শুক্রবার সকালে অবৈধভাবে বাংলাদেশে আসার পথে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আসাদুলের ডান চোখ ও মুখে গুলি লাগে।

বিজিবি-৬০ সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘আহত যুবক ভারত থেকে অবৈধভাবে দেশে আসছিল। ওই সময় গুলি করে বিএসএফ। আহত ব্যক্তির কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

এ ঘটনায় ওই সীমান্তে বৈঠক চলছে বলে জানান তিনি।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
যেমন প্রত্যাশা করেছিলাম, এই সরকার তেমন করে হয়নি: ফরহাদ মজহার
তামিমদের হস্তক্ষেপে হৃদয়ের শাস্তি এক বছর পেছাল বিসিবি
পাকিস্তানে নদীর পানিপ্রবাহ সত্যিই বন্ধ করতে পারবে ভারত?
হৃদয়কে আবার নিষিদ্ধ করা হাস্যকর ছিল: তামিম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তিসহ ৫ দফা দাবি
টেকনাফে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু
ইবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬.১৮ শতাংশ
কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি
ডা. তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft