প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৪:৪৮ PM

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার শুরুর আগ মুহূর্তে ভর্তিচ্ছুদের সেবা দিতে তৎপর ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। দেরিতে আসা শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতেও দেখা যায় প্রক্টরকে।
শুক্রবার (২৫ এপ্রিল) ১১টা থেকে ১২টা পর্যন্ত ইবিসহ দেশজুড়ে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের মতো পরীক্ষা শুরু হয়। এর মধ্যে দেরিতে আসা শিক্ষার্থীদের কেন্দ্র পৌঁছানোর দায়িত্বে ব্যবহার করা হয় প্রক্টরিয়া মাইক্রো কার।
দেরিতে আসা এক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, তার বাড়ি খোকসা। মেইন গেইটে নামিয়ে দেয়ার কথা ছিল। কিন্তু, গাড়ি ভুলে বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটে নামিয়ে দেয় ওই শিক্ষার্থীকে। পরে সহয়তা খুঁজতে থাকেন তিনি। প্রক্টরিয়াল বডির সহযোগিতায় কেন্দ্রে আসতে সক্ষম হন।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজামান বলেন, ‘একটা ছেলে ২নং গেইটের দিকে পথ হারিয়ে ফেলছিল। আমি তাৎক্ষণিক গাড়ি নিয়ে তাকে কেন্দ্রে পৌঁছে দিতে পেরেছি। আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি। খেয়াল রাখছি বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেন সন্তুষ্ট থাকতে পারে শিক্ষার্থীরা।’
আজকালের খবর/ওআর