শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
ভর্তি পরীক্ষা: ইবি কেন্দ্রে সেবা দিতে তৎপর প্রক্টরিয়াল বডি
রবিউল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৪:৪৮ PM
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার শুরুর আগ মুহূর্তে ভর্তিচ্ছুদের সেবা দিতে তৎপর ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। দেরিতে আসা শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতেও দেখা যায় প্রক্টরকে। 

শুক্রবার (২৫ এপ্রিল) ১১টা থেকে ১২টা পর্যন্ত ইবিসহ দেশজুড়ে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের মতো পরীক্ষা শুরু হয়। এর মধ্যে দেরিতে আসা শিক্ষার্থীদের কেন্দ্র পৌঁছানোর দায়িত্বে ব্যবহার করা হয় প্রক্টরিয়া মাইক্রো কার। 

দেরিতে আসা এক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, তার বাড়ি খোকসা। মেইন গেইটে নামিয়ে দেয়ার কথা ছিল। কিন্তু, গাড়ি ভুলে বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটে নামিয়ে দেয় ওই শিক্ষার্থীকে। পরে সহয়তা খুঁজতে থাকেন তিনি। প্রক্টরিয়াল বডির  সহযোগিতায় কেন্দ্রে আসতে সক্ষম হন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজামান বলেন, ‘একটা ছেলে ২নং গেইটের দিকে পথ হারিয়ে ফেলছিল। আমি তাৎক্ষণিক গাড়ি নিয়ে তাকে কেন্দ্রে পৌঁছে দিতে পেরেছি। আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি। খেয়াল রাখছি বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেন সন্তুষ্ট থাকতে পারে শিক্ষার্থীরা।’

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
যেমন প্রত্যাশা করেছিলাম, এই সরকার তেমন করে হয়নি: ফরহাদ মজহার
তামিমদের হস্তক্ষেপে হৃদয়ের শাস্তি এক বছর পেছাল বিসিবি
পাকিস্তানে নদীর পানিপ্রবাহ সত্যিই বন্ধ করতে পারবে ভারত?
হৃদয়কে আবার নিষিদ্ধ করা হাস্যকর ছিল: তামিম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তিসহ ৫ দফা দাবি
টেকনাফে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি
ইবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬.১৮ শতাংশ
ডা. তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft