শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
জাবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তিসহ ৫ দফা দাবি
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৪:৪০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের বর্তমান কমিটির বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি ও ক্ষমতার অপব্যবহার, অসামঞ্জস্যপূর্ণ ও অদক্ষ নেতৃত্ব, সাংগঠনিক অকার্যকারিতা ও কেন্দ্রের সঙ্গে সমন্বয়হীনতার অভিযোগ তুলে বর্তমান কমিটির বিলুপ্তিসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের অন্য একটি অংশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সংবাদ সম্মেলন করেন নেতাকর্মীরা। পরে সেখান থেকে থেকে আ ফ ম কামালউদ্দীন হল পর্যন্ত ঝটিকা মিছিল নিয়ে গিয়ে কর্মসূচি সমাপ্ত করেন তারা। 

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির ছয় নং সদস্য দর্শন বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রাশেদ আল হোসাইন বাদল।

সংবাদ সম্মেলনে তারা উল্লেখ করেন, বর্তমান জাবি ছাত্রদলের কমিটির একাধিক অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ও নিয়মবহির্ভূত কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও নীতিকে প্রশ্নবিদ্ধ করছে। এ প্রেক্ষিতে আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি এই ব্যর্থ ও বিতর্কিত কমিটির তাৎক্ষণিক বিলুপ্তি ও একটি যোগ্য, কার্যকর এবং স্বচ্ছ নতুন কমিটি গঠনের।

এ সময় তারা শাখা ছাত্রদলের বর্তমান কমিটির বিরুদ্ধে ৪টি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন। অভিযোগগুলো হলো- শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন কর্মসূচির আড়ালে এক সাবেক এমপির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে উদ্ধৃত্ত অর্থ নিয়ে নেতৃবৃন্দের মধ্যে ভাগবাটোয়ারার দ্বন্দ্বের ভাগ-বাটোয়ারা নিয়ে সংঘাত তৈরি ও ক্ষমতার অপব্যবহার, ১৭৭ সদস্যের কমিটিতে ১৩ জনের ছাত্রলীগ সংশ্লিষ্টতা স্পষ্ট, যা দলীয় আদর্শের পরিপন্থী, এখন পর্যন্ত সকল সদস্যের পরিচিতি সভা, আলোচনা বা সংহতির কোনো প্রোগ্রাম আয়োজন করতে ব্যর্থতা, কেন্দ্রীয় নির্দেশনা থাকা সত্ত্বেও ৯০ দিন অতিক্রম করে ফেললেও কাউন্সিল বা পুনর্গঠন প্রক্রিয়ার কোনো উদ্যোগ না নেয়া, কেন্দ্রীয় ছাত্রদল কিংবা ছাত্রবিষয়ক সম্পাদকের অনুমোদন ছাড়াই একাধিক সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরে তা কেন্দ্রের ওপর চাপিয়ে দিয়ে দায়মুক্তি চাওয়া।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হবে, দলীয় আদর্শ, সাংগঠনিক দক্ষতা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে, ভ্যাকসিনেশন কর্মসূচির অর্থ কেলেঙ্কারির তদন্ত করে দোষীদের সাংগঠনিকভাবে বহিষ্কার করতে হবে, কমিটির সকল সদস্যদের যাচাই-বাছাই করে ছাত্রদলের আদর্শবিরোধী কোনো ব্যক্তি যাতে না থাকতে পারে তা নিশ্চিত করতে হবে এবং ছাত্রদলের ভাবমূর্তি রক্ষার্থে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে।

সংবাদ সম্মেলনে নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছাত্রবিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে এই বিশৃঙ্খলা নিরসনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। প্রয়োজনে আন্দোলনমুখী কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি প্রদান করেন তারা। 

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
যেমন প্রত্যাশা করেছিলাম, এই সরকার তেমন করে হয়নি: ফরহাদ মজহার
তামিমদের হস্তক্ষেপে হৃদয়ের শাস্তি এক বছর পেছাল বিসিবি
পাকিস্তানে নদীর পানিপ্রবাহ সত্যিই বন্ধ করতে পারবে ভারত?
হৃদয়কে আবার নিষিদ্ধ করা হাস্যকর ছিল: তামিম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তিসহ ৫ দফা দাবি
টেকনাফে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি
ইবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬.১৮ শতাংশ
ডা. তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft