কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের নয়াপাড়া এলাকায় একটি কয়েক বছরের পুরাতন আম গাছ দুমড়ে মুচড়ে পড়ে গিয়ে ধইল্ল্যা নামক একজন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে। এমন তথ্য নিশ্চিত করেছেন সাবরাং নয়াপাড়া ৬নং ওয়ার্ড এলাকার ইউপি সদস্য আবুল ফয়েজ। নিহত ব্যক্তি, সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ৩নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ধইল্ল্যা মিয়া (৪০) ।
স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ জানান, আম গাছটি বড় হওয়াতে ছায়ায় দু'জন লোক গাছের নিচে বসেছিল হঠাৎ গাছটি দুমড়ে মুচড়ে পড়ে যায়। তবে এই সময় একজনের কিছু না হলেও অপর জন ধইল্ল্যার গায়ের উপর গাছটি পড়ে গিয়ে রক্তাক্ত হয়।
তিনি আরও জানান, পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ধইল্ল্যা মিয়া'কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজকালের খবর/ এমকে