শনিবার ২৬ এপ্রিল ২০২৫
বিএফডিসিতে বিনিয়োগে চীন-মালয়েশিয়া-হংকংয়ের আগ্রহ
আহমেদ তেপান্তর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৮:২৮ PM আপডেট: ২৪.০৪.২০২৫ ৮:৪০ PM
খাদের কিনারে থাকা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) ঢেলে সাজাতে বেশকিছু কর্মপরিকল্পনা হাতে নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সরাসরি এ বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন। প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারবে এ লক্ষ্যে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। বুধবার মন্ত্রণালয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠকে এমন আলোচনা উঠে আসে— মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ঘুনে ধরা বিএফডিসির সক্ষমতা বাড়াতে উপদেষ্টা মাহফুজ আলম এরআগে ৯ এপ্রিল এফডিসি যান। এ সময় তিনি অংশীজনের সঙ্গে বিভিন্ন সমস্যাদি বিষয় নিয়ে আলাপ করেন এবং সমস্যা চিহ্নিত করেন। ইতিমধ্যে বিনিয়োগে আগ্রহী একাধিক দেশ বিএফডিসি ও কবিরপুর পরিদর্শন করেছেন বলেও তথ্য সূত্র নিশ্চিত করেছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে— চীন, মালয়েশিয়া, হংকং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়নে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তারা ইতিমধ্যে কবিরপুর এবং বিএফডিসি পরিদর্শন করেছেন। তবে কবিরপুরের যোগাযোগ ব্যবস্থা নিয়ে খানিকটা জটিলতার কথা তারা উল্লেখ করেছেন। এ সময় চলমান গাজীপুরের ফ্লাইওভারের নির্মাণকাজ সম্পন্ন হলে কবিরপুরে যাতায়ত ব্যবস্থা উন্নয়ন হবে বলে বিনিয়োগে আগ্রহী দেশকে আশ্বস্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সূত্র আরো জানিয়েছে, সিনেমা শিল্পের উন্নয়নে বিনিয়োগকারী দেশ যে প্রস্তাবনা দিবে সেটা আন্তর্জাতিক বাজারের উপযোগী এমন আশ্বাস পেলে শিগগিরই কর্মপরিকল্পনা ঠিক করে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। তবে বিগত সরকারের হাজার কোটি টাকার ঋণপ্রণোদনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে সূত্র জানিয়েছে। 

সূত্রমতে— একাধিকবার বিনিয়োগে আগ্রহী দেশগুলো এফডিসি ও কবিরপুর ফিল্ম সিটি পরিদর্শনও করেছেন।

এদিকে বুধবার ফোকাস গ্রুপের সঙ্গে বৈঠকে উপদেষ্টা মাহফুজ বিনিয়োগ আকৃষ্ট করতে আভ্যন্তরীন চাহিদা নিরুপনের ওপর জোর দেন। তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সক্ষমতা বাড়াতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। চলচ্চিত্র শিল্পের এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এজন্য বিএফডিসি-সহ চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাজ করতে হবে। 

এ সময় তিনি বিএফডিসি’র অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নেও কাজ করার ওপর জোর দেন।  

বৈঠকে উপদেষ্টা আরো জানান, কবিরপুরে নির্মাণাধীন ফিল্ম সিটিকে ঘিরে চলচ্চিত্র-সংশ্লিষ্টদের আগ্রহ রয়েছে। তিনি কবিরপুরে অত্যাধুনিক ফিল্ম সিটি নির্মাণ কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

অপরদিকে— বিদেশি বিনিয়োগ আসার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমা সংশ্লিষ্টরা। তারা বলেন— আমরা পরপস্পর কাদা ছোঁড়াছুড়ির নিয়ে ব্যস্ত। যে কারণে সিনেমা ঘুরে দাঁড়াচ্ছে না। আমাদের সদিচ্ছারও অভাব রয়েছে। তবে বর্তমান তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে ধন্যবাদ দেশীয় সিনেমা অঙ্গনকে বিশ্ববাজারে প্রতিযোগিতায় নিয়ে যাওয়ার চেষ্টার খবরে। এমন পরিকল্পনা বাস্তবায়ন হলে একদিকে যেমন কাজের পরিবেশ তৈরি হবে, বর্হিবিশ্বে সংস্কৃতি নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ¦ল হবে আবার দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।  তবে সমস্যা হচ্ছে আমাদের পরিকল্পনা যেন ফাইলবন্দি না হয়ে পড়ে। যত শিগগিরই পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে তত দ্রুত আমরা বিশ্ববাজারে প্রতিযোগিতায় নিজেদের সামিল করতে পারবো। 

এ নিয়ে সিনিয়র সাংবাদিক মোস্তফা মতিহার বলেন বিদেশি সহযোগিতা নিয়ে অবকাঠামোগত উন্নয়ন, তথ্য প্রযুক্তিতে দক্ষতা বাড়ানো বা উন্নত ট্রেনিং যেমন জরুরি তেমনি এগুলোকে আগায়ে নিতে হলে প্রয়োজন অভিনয় শিল্পী সংকট কাটানো। এজন্য ‘নতুন মুখের সন্ধানে’ প্রকল্পটি চালুর ওপর জোর দেন তিনি। 

প্রসঙ্গত, বর্তমান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বিএফডিসিকে সচল রাখতে নির্ধারিত ভাড়া কমিয়ে অর্ধেক করেন। এতে গত দুই মাসে শুটিং বেড়েছে। মাসে বিশ লাখ টাকা আয়ও হচ্ছে।

আজকালের খবর/আতে

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
ভারত হামলা করলে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুমকি পাকিস্তানের
পাকিস্তানে সেনা অভিযানে ৬ সন্ত্রাসী নিহত
নিজ দেশেই বিমান হামলা চালাল ভারত
রাঙ্গামাটিতে পিকআপভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৫
ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক চলছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তিসহ ৫ দফা দাবি
ইবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬.১৮ শতাংশ
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, বাড়ছে ভাতা
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
টেকনাফে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft