শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ নয়, আরো সম্পৃক্ত করার দাবিতে ঢাকায় মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১:৩৯ PM
হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের প্রক্রিয়া থেকে সরে আসার দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে ঢাকাস্থ হবিগঞ্জ  সমিতি।  তাদের দাবি- জনস্বার্থ বিবেচনায় হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামো উন্নয়ন করে জেলাবাসীর নাগরিক অধিকারে হবিগঞ্জ মেডিকেল কলেজকে সম্পৃক্ত করা। 

বুধবার  (২৩ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ

সমিতির সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারের সভাপতিত্বে মানববন্ধনে সমিতির নেতাকর্মী ছাড়াও জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে নানান কারণে মেডিকেল কলেজটির অবকাঠামোসহ স্থায়ী ক্যাম্পাস গড়ে উঠেনি। বর্তমান সরকারের আমলে হবিগঞ্জবাসী আশা করেছিলেন মেডিকেল কলেজটির ভূমি অধিগ্রহণসহ নিজস্ব ক্যাম্পাস হবে, আধুনিক  অবকাঠামোর সঙ্গে পৃথক মেডিকেল কলেজ হাসপাতাল হবে, জেলার চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। কিন্তু  দুঃখের বিষয়, নানান কারণ দেখিয়ে হবিগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা উঠছে। এতে জেলার সচেতন মহলসহ সর্বত্র ক্ষোভ- বিক্ষোভ দেখা দিয়েছে। হবিগঞ্জ মেডিকেল কলেজটির কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করে জেলার ২৫ লাখ মানুষের প্রাণের দাবি কলেজটির স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামো নির্মাণের দ্রুত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- হবিগঞ্জ সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান মুরাদ, সাবেক অতিরিক্ত সচিব মো. শাজাহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক জয়ন্ত সিংহ রায় , জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, মাধবপুর উপজেলা সমিতির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো.  শাহজাহান, সাবেক পুলিশ কর্মকর্তা ও সমিতির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর ভূঁইয়া, অধ্যক্ষ এনামুল হক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, অ্যাডভোকেট নিজাম উদ্দিন খান, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সিলেট বিভাগ যোগাযোগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সোহেল, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আহাদ চৌধুরী, বাইতুল মোকাররম ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রনেতা শেখ মো. নিজাম উদ্দিন, সাদেক আহসান, মো. কামরুজ্জামান, সেলিম চৌধুরী প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
টোল প্লাজায় যুবদলের হামলার অভিযোগ, আহত পাঁচ : ১৪ লাখ টাকা লুট
প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: ড. ইউনূস
ভারতে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ
পাবনায় সড়কে প্রাণ গেলো দুই এসএসসি পরীক্ষার্থীর
১১তম গ্রেডে বেতনসহ তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির ডাক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি পাকিস্তানের
জামিন পেলেন কালের কণ্ঠের সাংবাদিক টিপু
হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ নয়, আরো সম্পৃক্ত করার দাবিতে ঢাকায় মানববন্ধন
আট দিন পর চবির অপহৃত ৫ শিক্ষার্থী মুক্ত
হ্যাকারের টার্গেটে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft