শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
মোহাম্মদপুরে খাল উদ্ধারে ভবন ভাঙছে ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৪:০৮ PM আপডেট: ২৩.০৪.২০২৫ ৪:০৯ PM
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে ঘোষণটা আগেই দেওয়া হয়েছিল। সে অনুযায়ী মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় (হাইক্কার খাল) গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যে একাধিক ভবন ভেঙে ফেলা হয়েছে।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, ফারজানা খানম ও সাহিদুল ইসলাম।

এর আগে, সকাল ১০টার দিকে উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। এসময় তিনি বলেন, যারা খাল-বিল দখল করে স্থাপনা গড়ে তুলেছেন, তাদের ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক দলের অফিস, মসজিদ বা বাড়ির নামে যে দখলই হোক না কেন-অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশবাসীর কাছে এটা আমাদের কমিটমেন্ট। 

প্রশাসক সতর্ক করে বলেন, যারা এখনও সরকারি জমি দখল করে নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, তাদের দ্রুত সেই জায়গা ছেড়ে দিতে হবে। না হলে বিপদ হবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এটি আমাদের ধারাবাহিক উচ্ছেদ প্রক্রিয়ার অংশ। আজকে এখানে দুটি ভবন ভাঙা হবে। ভবিষ্যতে ফুটপাত ও অন্যান্য জনসাধারণের জায়গা দখলমুক্ত করতেও অভিযান চলবে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান
এবার ভারতীয়দের সকল ভিসা স্থগিত করল পাকিস্তান
হামলা চালাতে পারে ভারত, আশঙ্কা নিয়েই ‘প্রস্তুত’ পাকিস্তান
গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত আরও ৬০
কাশ্মিরে হামলা ‘সাজানো’ ঘটনা: পাকিস্তান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি পাকিস্তানের
জামিন পেলেন কালের কণ্ঠের সাংবাদিক টিপু
হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ নয়, আরো সম্পৃক্ত করার দাবিতে ঢাকায় মানববন্ধন
আট দিন পর চবির অপহৃত ৫ শিক্ষার্থী মুক্ত
হ্যাকারের টার্গেটে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft