শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
সিলেট টেস্ট
১১২ রানের লিড নিয়ে দিন পার করল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৬:০১ PM
আলোক স্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়েছে সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা। শান্ত ও জাকেরের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। এতে ১১২ রানের লিডে রয়েছে স্বাগকিতরা। চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের ১৫ আগে শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দিনের শুরুতে বৃষ্টিতে ভেসে গেছে প্রথম সেশন। তাই দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে আগের দিন ৪২ বলে ২৮ রান করা জয় ও ২৬ বলে ১৫ রান করা মুমিনুল হক।

দ্বিতীয় দিনে ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলতে পেরেছিল তারা। তৃতীয় তিনের দলীয় ১৬ ও ব্যক্তিগত ৫ রান যোগ করতেই সাজঘরে ফিরেছেন মাহমুদুল হাসান। ৬৫ বলে ৩৩ রান করেন এই ডানহাতি ব্যাটার।

চারে ব্যাট করতে নেমে মুমিনুলকে সঙ্গ নিয়ে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটিংয়ে ভর করে জিম্বাবুয়ের দেওয়া ৮২ রানের লক্ষ্য পেরিয়ে লিড নিতে শুরু করে স্বাগতিকরা।তবে ৩ রানের জন্য ফিফটি তুলতে পারেননি মুমিনুল। ৮৪ বলে ৪৭ রান করে ক্যাচআউট হয়েছেন তিনি। 

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অভিজ্ঞ মুশফিক রহিম। আগের ইনিংসে ৪ রান করা এই ডান হাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসেও করেছেন ৪ রান। এতে দলীয় ১৫৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

কিন্তু অপর প্রান্ত আগলে রেখে টেস্টে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন টাইগার অধিনায়ক। তাকে সঙ্গ দিয়েছেন জাকের আলী অনিক। তৃতীয় সেশনের মাঝ পথে সিলেটের আকাশে মেঘ জমেছে।

তাই পর্যান্ত আলো না থাকায় খেলা বন্ধ করে রাখেন আম্পায়াররা। কিছুক্ষণ আপেক্ষা করলেও অবস্থা উন্নতি না হওয়ায় তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করে আম্পায়ার।

তৃতীয় দিন শেষে ৫৭ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯৪ রান। নাজমুল হাসান শান্ত ৬০ রানে এবং জাকের আলী ২১ রানে অপরাজিত রয়েছেন। এতে ১১২ রানের লিডে রয়েছে টাইগাররা।



আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদের নেতৃত্বে নতুন দল জনতা পার্টি বাংলাদেশ
গুলি ছুড়ে মহিষ বিক্রির ৭৮ লাখ টাকা ছিনতাই, ডাকাত গ্রেপ্তার
চড়া সবজির দাম, অস্বস্তি মাছের বাজারেও
পাকিস্তানের পদক্ষেপে বিপাকে ভারতের এয়ারলাইনসগুলো
সুন্দরবনে আবারও বেড়েছে জলদস্যুদের দৌরাত্ম্য
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জামিন পেলেন কালের কণ্ঠের সাংবাদিক টিপু
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি পাকিস্তানের
আট দিন পর চবির অপহৃত ৫ শিক্ষার্থী মুক্ত
আকাশপথ বন্ধসহ ভারতের বিরুদ্ধে যেসব সিদ্ধান্ত নিল পাকিস্তান
কাশ্মীরে চলছে ব্যাপক গোলাগুলি, ভারতীয় সেনা নিহত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft