প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮:৪০ PM

বিল থেকে ধান তোলার সময় আকস্মিক বজ্রপাতে এক দিন মজুর নারীর মৃত্যু হয়েছে। একই সময় আহত হয়েছে আরও একজন দিনমজুর নারী। সোমবার (২১ এপ্রিল) সকালে সাতক্ষীরার সদর উপজেলার কুশখালী কাকমারি বিলে ইদ্রিস আলীর জমিতে ধান তোলার সময় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম অমিত্তবান অ্যারো (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার দিবালয় ছয়ঘড়িয়া গ্রামের আনারুল ইসলাম আনারের স্ত্রী। অপর দিকে আহত খুকুমনি (৪৭) একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। তিনি বর্তমানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ্য আছেন।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে ছয়ঘরিয়া গ্রামের আব্দুল করিম জানান,দুই কন্যা সন্তানের জননী অমিত্তবান আ্যারো সোমবার সকালে পার্শ্ববর্তী কুশখালী গ্রামের ইদ্রিস আলীর মাঠের ধান তোলার কাজ করতে যান। সকাল সাড়ে ১০টার দিকে আকাশে প্রচন্ড মেঘ হয়। ওই সময়ে খুকুমণিকে সাথে নিয়ে অমিত্ত্যবান দ্রুত এক বোঝা ধান তোলার জন্য মাঠে চলে যায়। পথিমধ্যে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই অমেত্ত্ববানের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা খুকুমণি ও আহত হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, বিষয়টি শোনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আজকালের খবর/বিএস