শনিবার ২৬ এপ্রিল ২০২৫
জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিস্কার খাল সংস্কার শুরু করলো জিসিসি প্রশাসক শরফ উদ্দিন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮:১০ PM আপডেট: ২১.০৪.২০২৫ ৮:১৯ PM
গাজীপুর মহানগরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে ড্রেন পরিস্কার খাল সংস্কার শুরু করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও  ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। 

সোমবার (২১ এপ্রিল)  গাজীপুর মহানগরের  রাজবাড়ি রোডে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি। 

ওই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন -এ ডি সি রেভিনিউ মোহাম্মদ কায়সার খসরু,জিসিসির সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু ,জিসিসির প্রধান বর্জ্য কর্মকর্তা সোহেল রানা, তত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল, উপ সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন, তানভীর হোসেন, রুহুল, নাজমুল খন্দকার সুমন প্রমুখ।

প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী  উদ্বোধনী বক্তব্যে বলেন, আমরা একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়তে চাই। এতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। বর্ষা শুরু হয়েছে। নগরবাসীর দুর্ভোগ কমাতে আমরা এ পদক্ষেপ নিয়েছি। 
তিনি বলেন, এদিকে নগরের জলাবদ্ধাতা নিরসনে সেনাবাহিনীর সহায়তায় খাল পুনঃখননের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, সিটি করপোরেশনের পরিকল্পনা অনুযায়ী, শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ড্রেন ও নালা পরিষ্কার এবং পুনঃনির্মাণের কাজ শুরু হয়েছে। বৃষ্টির পানি দ্রুত নিস্কাশনের জন্য ড্রেনেজ লাইনের সম্প্রসারণ চলছে। ইতোমধ্যে চিলাই খাল,বড়বাড়ি খাল,মধুমিতা খাল,টঙ্গী খাল, জৈনাবাজার খাল,নোয়াগাঁও খাল,তালতলা খাল পুনঃখননের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কোটেশন পাঠানো হয়েছে।  এ কার্যক্রমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে এবং নগরের পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে। 

তিনি বলেন, কোরবানির ঈদ উপলক্ষে অনলাইন টেন্ডারের মাধ্যমে স্বচ্ছ হাট ইজারা, পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকবে। এছাড়াও শতাধিক বর্জ্য অপসারণকারী গাড়ি ও প্রশিক্ষিত পরিচ্ছন্নতাকর্মীর সমন্বয়ে বিশেষ টিম, ঈদের দিন দুপুর থেকে শুরু হবে। অস্থায়ী কন্ট্রোল রুম ও হটলাইন চালু থাকবে। এই উদ্যোগ  গ্রহণ করায়  নগরবাসীরা প্রশাসকে ধন্যবাদ জানিয়েছেন।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
‘পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেতে দেবে না ভারত’
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
যেমন প্রত্যাশা করেছিলাম, এই সরকার তেমন করে হয়নি: ফরহাদ মজহার
তামিমদের হস্তক্ষেপে হৃদয়ের শাস্তি এক বছর পেছাল বিসিবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তিসহ ৫ দফা দাবি
ইবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬.১৮ শতাংশ
টেকনাফে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, বাড়ছে ভাতা
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft