
গাজীপুর মহানগরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে ড্রেন পরিস্কার খাল সংস্কার শুরু করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
সোমবার (২১ এপ্রিল) গাজীপুর মহানগরের রাজবাড়ি রোডে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।
ওই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন -এ ডি সি রেভিনিউ মোহাম্মদ কায়সার খসরু,জিসিসির সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু ,জিসিসির প্রধান বর্জ্য কর্মকর্তা সোহেল রানা, তত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল, উপ সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন, তানভীর হোসেন, রুহুল, নাজমুল খন্দকার সুমন প্রমুখ।
প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী উদ্বোধনী বক্তব্যে বলেন, আমরা একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়তে চাই। এতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। বর্ষা শুরু হয়েছে। নগরবাসীর দুর্ভোগ কমাতে আমরা এ পদক্ষেপ নিয়েছি।
তিনি বলেন, এদিকে নগরের জলাবদ্ধাতা নিরসনে সেনাবাহিনীর সহায়তায় খাল পুনঃখননের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, সিটি করপোরেশনের পরিকল্পনা অনুযায়ী, শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ড্রেন ও নালা পরিষ্কার এবং পুনঃনির্মাণের কাজ শুরু হয়েছে। বৃষ্টির পানি দ্রুত নিস্কাশনের জন্য ড্রেনেজ লাইনের সম্প্রসারণ চলছে। ইতোমধ্যে চিলাই খাল,বড়বাড়ি খাল,মধুমিতা খাল,টঙ্গী খাল, জৈনাবাজার খাল,নোয়াগাঁও খাল,তালতলা খাল পুনঃখননের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কোটেশন পাঠানো হয়েছে। এ কার্যক্রমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে এবং নগরের পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে।
তিনি বলেন, কোরবানির ঈদ উপলক্ষে অনলাইন টেন্ডারের মাধ্যমে স্বচ্ছ হাট ইজারা, পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকবে। এছাড়াও শতাধিক বর্জ্য অপসারণকারী গাড়ি ও প্রশিক্ষিত পরিচ্ছন্নতাকর্মীর সমন্বয়ে বিশেষ টিম, ঈদের দিন দুপুর থেকে শুরু হবে। অস্থায়ী কন্ট্রোল রুম ও হটলাইন চালু থাকবে। এই উদ্যোগ গ্রহণ করায় নগরবাসীরা প্রশাসকে ধন্যবাদ জানিয়েছেন।
আজকালের খবর/বিএস