প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:২০ PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০১ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-১এর সদস্যরা রবিবার (২০ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার কোদালিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাইকপাড়া এলাকার মো. শরীফ উদ্দিন ওরফে মুন্না (২৫), খৈয়াসার এলাকার নাদিম আহমেদ ওরফে নাদিম নূর-(২৪) ও ফুলবাড়িয়া এলাকার মো. নাদিম মিয়া-(২৫)।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ও জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদেরকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।
আজকালের খবর/বিএস