প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৫:৪৭ PM

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভিমরুলের কামড়ে মো. সালামত মিয়াজী (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার স্ত্রী সেলিনা বেগম ও মেয়ে শাউনী আক্তার (২৬) ঢাকার একটি হাসপাতালে আইসিউতে ভর্তি আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর ইউনিয়নের পরিষদের (ইউপি) সদস্য মো. মানিক মিয়া।
মো. সালামত মিয়াজী আলোর সন্ধানে বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক এবং বড় দুর্গাপুর গ্রামের মৃত তমিজ উদ্দীন মিয়াজির ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, মো. সালামত মিয়াজি ও তার স্ত্রী সেলিনা বেগম শনিবার (১৯ মার্চ) বিকালে মেয়ের শ্বশুরবাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘাসিরচর গ্রামের উদ্দেশে রওনা দেন। পথে ঘোষ বাড়ি-সংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে ভিমরুলের দল আক্রমণ করে কামড়ায়। খবর পেয়ে তার মেয়ে শাউনী আক্তার ও মেয়েজামাই ঘটনাস্থলে ছুটে যান। তারাও ভিমরুলের কামড়ে আহত হন।
হাসপাতালের বরাতে তারা জানান, স্থানীয় ব্যক্তিরা সেখান থেকে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঢাকার বারডেম হাসপাতালে নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক সালামত মিয়াজীকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী সেলিনা আক্তার এবং মেয়ে শাউনী ও মেয়েজামাই মারাত্মক অসুস্থ হওয়ায় তাদের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেন।
দুর্গাপুর ইউপি সদস্য মো. মানিক মিয়া জানান, ঘটনাটি একটি হৃদয়বিদারক। চোখের সামনে এমন মৃত্যু খুবই কষ্টের। ঘটনার পর আহত সালামত মিয়াজীসহ তার পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে যাওয়ার পর তার মৃত্যু হয়।
এদিকে সালামত মিয়াজীর মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান মানিক মিয়া।
আজকালের খবর/ওআর