সোমবার ২১ এপ্রিল ২০২৫
বিনা খরচে ঘরে বসে একাউন্ট খুলতে পারবে ফ্রিল্যান্সাররা
নিউজ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৪:২৪ PM
ঘরে বসে কোনো ধরনের খরচ ছাড়াই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে একাউন্ট খোলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ফ্রিল্যান্সাররা। আনুষ্ঠানিকভাবে ব্যাংকটি এই কার্যক্রম শুরু করেছে।

রবিবার (২০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান লুৎফুল হাবিব এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) চেয়ারম্যান ডা. তানজিবা রহমান এই উদ্যোগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জানানো হয়, একজন ফ্রিল্যান্সার ঘরে বসে প্রয়োজন অনুযায়ী বিশেষ ব্যবস্থায় ব্যাংক হিসাব খুলতে পারবেন।

অনুষ্ঠানে লুৎফুল হাবিব জানান, ফ্রিল্যান্সাররা কোনো প্রকার একাউন্ট খোলার ফি ছাড়াই ঘরে বসে ডলারে ও টাকায় দুটি হিসাব খুলতে পারবেন। একাউন্ট পরিচালনায় কোনো চার্জ নেই, আন্তর্জাতিক ডেবিট কার্ড পাওয়াতেও থাকছে না অতিরিক্ত খরচ। রেমিট্যান্স সার্টিফিকেট সংগ্রহের জন্যও কোনো ফি লাগবে না। এছাড়াও ফ্রিল্যান্সাররা ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে প্রসেসিং ও বার্ষিক ফিতে বিশেষ ছাড় পাবেন।

তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম এলসি (লেটার অব ক্রেডিট বা ঋণপত্র), প্রথম ডেবিট ও ক্রেডিট কার্ড এবং প্রথম কলসেন্টার চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এরই ধারাবাহিকতায় দেশের ফ্রিল্যান্সিং খাতে অবদান রাখতে নতুন এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

লুৎফুল হাবিব বলেন, বাংলাদেশ বর্তমানে ভারতের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সিং দেশ। প্রতিবছর প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক আয় এ খাত থেকে আসে। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এটিকে ২ বিলিয়ন ডলারে উন্নীত করা। সেই লক্ষ্যকে সামনে রেখে জনশক্তি প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে ডা. তানজিবা রহমান জানান, বাংলাদেশের ১০ লাখের বেশি ফ্রিল্যান্সার স্বউদ্যোগে প্রশিক্ষিত হয়ে কাজ করছেন। তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে যথাযথ সুযোগ ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা জরুরি। তিনি মনে করেন, দেশের তরুণদের দক্ষ করে তুলতে পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট কাজে লাগিয়ে বাংলাদেশ বৈশ্বিক ফ্রিল্যান্সিং বাজারে আরও এগিয়ে যেতে পারবে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
বৈষম্যবিরোধী আন্দোলন প্লাটফর্মের বিলুপ্তি চান সাধারণ শিক্ষার্থীরা
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতসহ ৯ বিষয়ে একমত এনসিপি-মজলিস
বাম দলের নেতারা ডিসেম্বরের আগেই নির্বাচন চান
নাটোরে ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল
ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: আমীর খসরু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পূর্বধলায় কুলখানি অনুষ্ঠানে আল্লামা মামুনুল হক
ইসির সঙ্গে প্রথম বৈঠকে এনসিপি
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৩
দুমকিতে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
ছেলের কঙ্কাল পেলেও বুকে ধরে মরতে চাই: এক মায়ের আকুতি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft