প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৩:০৫ PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সিপিবিসহ বাম ধারার দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করবে বিএনপি।
রবিবার (২০ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর বনানী বা গুলশানে বিএনপির কোনো এক নেতার বাসায় এই বৈঠক হতে পারে।
এ বিষয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অনানুষ্ঠানিকভাবে তো আমাদের মধ্যে দেখা-সাক্ষাৎ হয়। আনুষ্ঠানিক সে রকম কিছু না। আমি পরশু দেশের বাইরে যাব। রবিবার দেখা-সাক্ষাতের সম্ভাবনা আছে।
তিনি জানান, গত শুক্র ও শনিবার বিএনপি নেতারা একাধিকবার তার সঙ্গে কথা বলেছেন। সাক্ষাতে তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
বাম গণতান্ত্রিক জোটভুক্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক বাসদ নেতারা রবিবারের সম্ভাব্য বৈঠককে অনানুষ্ঠানিক চা চক্র উল্লেখ করে বলেছেন, বিএনপি নেতাদের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষে বাম গণতান্ত্রিক জোটের বৈঠক ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রশ্নে কীভাবে ঐক্য করা যায়, সে ব্যাপারে সিপিবি, বাসদসহ বামধারার দলগুলোর সঙ্গে আলোচনা হবে। ইতোমধ্যে তারাও নির্বাচনের বিষয়ে মতপ্রকাশ করেছে।
আজকালের খবর/বিএস