রবিবার ২০ এপ্রিল ২০২৫
পূর্বধলায় কুলখানি অনুষ্ঠানে আল্লামা মামুনুল হক
মোস্তাক আহমেদ খান, পূর্বধলা (নেত্রকোনা)
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১২:০১ PM
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক নেত্রকোনার পূর্বধলায় কুলখানির দাওয়াতে অংশ নিয়েছেন। 

এ সময় প্রিয় ব্যক্তিকে দেখতে আশপাশের মানুষ ভিড় করেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় তিনি হেলিকপ্টারে জেলার পূর্বধলা হেলিপ্যাডে মাঠে অবতরণ করেন। পরে সেখান থেকে গাড়িতে করে রোজা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান জুগলী গ্রামে দাওয়াতকারী শিল্পপতি মাজহারুল ইসলাম সোহেল ফকিরের বাড়ি যান। সেখানে সোহেলের মা হালিমা খাতুনের কুলখানি অনুষ্ঠানে যোগ দেন। পরে দোয়া শেষে তিনি বিকেল সাড়ে পাঁচটায় হেলিকপ্টারে চড়েই বিদায় নেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাওলানা মামুনুল হকের বাবার ছাত্র ছিলেন ঝাঞ্জাইল মাদ্রাসার মুহতামিম জিয়াউল হক। আর জিয়াউল হকের আত্মীয় হলেন দাওয়াতকারী শিল্পপতি মাজাহারুল ইসলাম সোহেল ফকির। 

বর্তমানে যিনি রোজা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান। তার ৭২ বছর বয়সী বৃদ্ধা মা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গত ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন। মায়ের কুলখানি অনুষ্ঠানে মামুনুল হককে দাওয়াত করেন। এরপর শনিবার কুলখানি অনুষ্ঠানের আয়োজনে বিশেষ দাওয়াতপ্রাপ্ত হয়ে বাবার ছাত্রের আত্মীয়র বাড়িতে আসেন মাওলানা মামুনুল হক। এদিকে প্রিয় বক্তার আগমনের খবরে আশপাশের এলাকার মানুষও ভিড় জমান সোহেলের বাড়িতে। কেউ কেউ আসেন হেলিকপ্টার দেখতে। এনিয়ে টি স্টল, হাট বাজারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
বাজার নিয়ন্ত্রণে আইনের বাস্তবায়ন ও জনগণের প্রত্যাশা
রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি: নেপালের রাষ্ট্রদূত
১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা
দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া নিয়ে যে অভিমত বিএনপির
শুল্কযুদ্ধে চীন থেকে ফেরত গেল যুক্তরাষ্ট্রের বোয়িং উড়োজাহাজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পূর্বধলায় কুলখানি অনুষ্ঠানে আল্লামা মামুনুল হক
নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল: ডিজি স্বাস্থ্য অধিদপ্তর
ইসির সঙ্গে প্রথম বৈঠকে এনসিপি
নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৩
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft