রবিবার ২০ এপ্রিল ২০২৫
অভিনয় শিল্পী সংঘের নেতৃত্বে আজাদ-অপু
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১০:০৭ AM
টেলিভিশন নাটকের শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ এর সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। সাধারণ সম্পাদক হয়েছেন রাশেদ মামুন অপু। রাজধানীতে শিল্পকলা একাডেমির চিত্রশালায় শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাত ৯টায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ।

আজাদ সভাপতি হয়েছেন আব্দুল্লাহ রানাকে হারিয়ে। আর সাধারণ সম্পাদক পদে অপুর কাছে হেরেছেন শাহেদ শরীফ খান। ভোটে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪০ প্রার্থী। সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন আজিজুল হাকিম, মো.ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ রানা মিঠু। তথ্য ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন আর এ রাহুল।অর্থ সম্পাদক পদে নুরে আলম নয়ন এবং দপ্তর সম্পাদক পদে তানভির মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অনুষ্ঠান সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এ সালাম সুমন। আইন ও কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সূচনা সিকদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুকুল সিরাজ।

কার্যনির্বাহী সাতটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইমরান হোসেন, জুলফিকার চঞ্চল, শিউলি শিলা, এনায়েতুল্লাহ সৈয়দ (শিপলু), আবু রাফা নাঈম, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজ। নির্বাচনের আপিল বোর্ডে রয়েছেন মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

ভোটকেন্দ্রে আবুল হায়াত, আফজাল হোসেন, তৌকীর আহমেদ, মোশাররফ করিম ও নিলয়সহ অনেক অভিনেতার উপস্থিতিতে সারা দিন উৎসবের আমেজ তৈরি হয়। রাতে ফল ঘোষণা ঘিরে শিল্পীদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা যায়। বিজয়ীদের নাম ঘোষণা করতেই চিৎকার আর উল্লাস করে তারা মুহূর্তটি উদযাপন করেন।


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
প্রাইম এশিয়ার ছাত্র হত্যা: বৈষম্যবিরোধী ও ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ
হাতিরঝিলে যুবদল নেতা গুলিবিদ্ধ
ইস্টার সানডে আজ
দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা আজ এক নম্বরে
আজ সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে: মোশারফ হোসেন
নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল: ডিজি স্বাস্থ্য অধিদপ্তর
স্বৈরাচারবিরোধী আন্দোলনের সফল সংগঠক কৃষিবিদ মনোয়ারুল ইসলাম
ইরানে পরমাণু স্থাপনায় ‘একাই হামলা চালাতে চায়’ ইসরায়েল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft