রবিবার ২০ এপ্রিল ২০২৫
যিশু খ্রিস্টের কষ্টের সাথে ফিলিস্তিনিদের দুর্দশার তুলনা কলম্বিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১০:০৫ AM
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা ১৮ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে সর্বাত্মক অবরোধও জারি রেখেছে।

এর ফলে গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন। এমন অবস্থায় যিশু খ্রিস্টের কষ্টের সাথে ফিলিস্তিনিদের দুর্দশার তুলনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। একইসঙ্গে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দাও জানিয়েছেন তিনি।

শনিবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কড়া সমালোচনা করে সেটিকে “রক্তাক্ত গণহত্যা” হিসেবে অভিহিত করেছেন এবং ফিলিস্তিনিদের দুর্দশাকে যিশু খ্রিস্টের প্যাশন ও মৃত্যুর সময়কার যন্ত্রণার সঙ্গে তুলনা করেছেন।

খ্রিস্টানদের পবিত্র সপ্তাহ “হোলি উইক” উপলক্ষ্যে পেত্রো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে একথা বলেন। সেখানে তিনি লেখেন: “যিশুর প্যাশন ও মৃত্যুর এই সময়ে, আসুন আমরা ফিলিস্তিনিদের কথা স্মরণ করি— যেই দেশ থেকে তিনি এসেছিলেন এবং তারা আজ এক রক্তাক্ত গণহত্যার শিকার।”

আনাদোলু বলছে, এক্সে পেত্রোর এই মন্তব্যটি ছিল একটি পোস্টের জবাবে, যেখানে ড. হোসাম আবু সাফিয়ার বিষয়ে তুলে ধরা হয়। তিনি গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক এবং ইসরায়েলি হেফাজতে ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন বলে জানা যাচ্ছে।

ড. সাফিয়াকে চলতি বছরের শুরুতে ইসরায়েলি বাহিনী আটক করে এবং এরপর থেকে মানবাধিকার সংস্থা ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো তার ওপর বর্বর নির্যাতনের অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

প্রেসিডেন্ট পেত্রো অবশ্য আগেও গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়ে নানা বক্তব্য দিয়ে এসেছেন। তিনি বরাবরই ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভূতি ও সমর্থন প্রকাশ করে আসছেন।

এছাড়া খ্রিস্টীয় হোলি উইক বা পবিত্র সপ্তাহ পালনের সময় পেত্রোর এই বক্তব্য সামনে এসেছে, যা এর প্রতীকী গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।

তবে ইসরায়েল সরকার গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, তারা কেবল হামাস “সন্ত্রাসীদের” লক্ষ্য করে অভিযান চালাচ্ছে এবং সাধারণ নাগরিক বা চিকিৎসা কর্মীদের টার্গেট করছে না।


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
পুতিনের যুদ্ধবিরতি ঘোষণার পরেও রাশিয়ার হামলা চলছে : জেলেনস্কি
প্রাইম এশিয়ার ছাত্র হত্যা: বৈষম্যবিরোধী ও ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ
হাতিরঝিলে যুবদল নেতা গুলিবিদ্ধ
ইস্টার সানডে আজ
দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা আজ এক নম্বরে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে: মোশারফ হোসেন
নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল: ডিজি স্বাস্থ্য অধিদপ্তর
স্বৈরাচারবিরোধী আন্দোলনের সফল সংগঠক কৃষিবিদ মনোয়ারুল ইসলাম
ইরানে পরমাণু স্থাপনায় ‘একাই হামলা চালাতে চায়’ ইসরায়েল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft