শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬:০১ PM
সিরাজগঞ্জে ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। আজ শনিবার সকাল ১১টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশে তিনটি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। আমরা সিরাজগঞ্জবাসী উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে এর একটি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। 

তিনি বলেন, ঐহিত্যবাহী সিরাজগঞ্জে যমুনা নদীর উপর একটি সড়ক ও একটি রেল সেতু নির্মিত হয়েছে। যার ফলে ঢাকা-উত্তরবঙ্গসহ সারাদেশের সঙ্গে সড়ক, রেল ও নদী পথে যোগাযোগের পথ উন্মোচিত হয়েছে। এখানে একটি ইকোমিক জোন ও একটি বিসিক শিল্পপার্ক স্থাপন হওয়ায় প্রায় ৮/১০ লাখ মানুষের কর্মসংস্থানের পদ সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ একটি তাঁত শিল্প, সাহিত্য ও বানিজ্যিক জেলা। এ জেলা দেশের গণতান্ত্রিক যে কোন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এজন্য বর্তমান সরকারের নিকট সিরাজগঞ্জবাসীর প্রাণের দাবি এ জেলায় একটি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠা করার। এখানে পর্যাপ্ত জায়গাসহ সড়ক, রেল ও নদী পথে যোগাযোগসহ সকল ব্যবস্থা রয়েছে। 

এ সময় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা তালুকদার, পরিচালক প্রদীপ কুমার, মশিউর আলম, সাবেক পরিচালক রফিক খান, সিরাজগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার, ডা. আব্দুস সামাদ আজাদ খোকনসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজিবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
ক্যামেরার ফ্রেমে পরিবেশের দূরবস্থা
কেউ ঘুষ চাইলে কী করতে হবে, জানালেন আসিফ মাহমুদ
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ ভূঁইয়ার পদত্যাগ
নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ
ইরানে পরমাণু স্থাপনায় ‘একাই হামলা চালাতে চায়’ ইসরায়েল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে: মোশারফ হোসেন
‘আমরা চাই কোনোভাবেই যেন জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ না হয়’
গাজীপুরে ডিবি পরিচয়ে ৯৮ লাখ টাকা ডাকাতি
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft