প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫:৩৬ PM

পেকুয়া উপজেলার উজানটিয়া ঠেকপাড়া বেড়িবাঁধে জিও ব্যাগ দ্বারা সংস্কারের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
জানা যায়, ঝুঁকি পূর্ণ ১৫০ ফুট বেড়িবাঁধ সংস্কার করার জন্য ৪,৪০০টি জিও ব্যাগ প্রতি ব্যাগে ২.৫ মন বালি ভর্তি করে বাঁধের ওপরে দিয়ে ভাঙ্গন রোধে কাজ করবে। একাজের জন্য বান্দরবান পাউবো ৩০ লাখ টাকা বাজেটের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। চট্টগ্রাম আলম ব্রাদার্স এ কাজ সম্পন্ন করবেন।
বান্দরবান পাউবোর ৬৪/২ বি ফোল্ডারের পেকুয়া উপজেলার উজানটিয়া ঠেকপাড়ার অতি ঝুকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার করে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ১৫০ ফুট বেড়িবাঁধ ঝুঁকি পূর্ণ চিহ্নিত করে বরাদ্দের জন্য দীর্ঘ প্রচেষ্টার পর বরাদ্দ পাওয়ায় উজানটিয়ার বাসিন্দা কক্সবাজার নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যালের পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু জানান, অতি জরুরি বরাদ্দ প্রদান ও কর্ম প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, পাউবোর নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তীর কাছে কৃতজ্ঞ।
পেকুয়ার দায়িত্ব প্রাপ্ত এসও জমির হোছাইন এ প্রকল্প বাস্তবায়ন শীঘ্রই শুরু হবে বলে জানান।
আজকালের খবর/ওআর