প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৪:৩২ PM

গাজীপুরে সরকারি ও বেসরকারি ব্যাবস্হাপনায় গমনেচ্ছু হজ যাএীদের নিয়ে দুই দিনব্যাপী হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন গাজীপুরের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন।
ইসলামিক ফাউন্ডেশন গাজীপুর কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোদাচ্ছের বিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা প্রমুখ।
প্রশিক্ষক হিসাবে ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, মুফতি মাওলানা আবদুল মান্নান, আলতাফ হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, প্রায় সাত শতাধিক হজ যাএী এ প্রশিক্ষণে অংশ নেন।
আজকালের খবর/ওআর