শনিবার ১৯ এপ্রিল ২০২৫
বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে: মোশারফ হোসেন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ২:৪৩ PM
বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ সম্মেলনস্থল নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সম্মেলনের সূচনা হয়।

বগুড়া জেলা কৃষক দলের সদস্য ইস্কান্দার মির্জা মিঠুর সভাপতিত্বে ও নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার শান্তর সঞ্চালনায় এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। 

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের হাতে টাকা না থাকলে অর্থনীতি ধসে পড়বে। দেশের মাটি চাষ করে যে কৃষক দেশ গড়ে, তারা আজও অবহেলিত। এই অবিচার আর চলতে দেওয়া যাবে না। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের মুখে হাসি ফিরবে ইনশাল্লাহ।

উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি। উদ্বোধনী বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সুমন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা আব্দুল হাকিম, ইয়াছিন আলী, গোলাম মোস্তফা, কৃষক দল নেতা আবু সাঈদ মিলন, আব্দুল মজিদ, আব্দুল হান্নান, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুব দলের আহ্বায়ক গোলাম রব্বানী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, ছাত্রদল নেতা মেহেদী হাসান, আল-আমিন ও ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।

বক্তব্য পর্ব শেষে দীর্ঘ প্রতীক্ষিত নতুন উপজেলা ও পৌর কৃষক দলের কমিটির ঘোষণা করা হয়। উপজেলা কৃষক দলের ইস্কান্দার মির্জা মিঠুকে সভাপতি ও আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক, পৌর কৃষক দলের নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্তকে সভাপতি ও সাবেক কাউন্সিলর আবু সাঈদ মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 

আগামী ৩০দিনের মধ্য পূর্ণাঙ্গ কমিটি গঠণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সম্মেলনের মধ্য দিয়ে কৃষক দলের নেতাকর্মীরা সংগঠন আরও শক্তিশালী করে গড়ে তোলার অঙ্গীকার করেন।  

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
টঙ্গীতে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি বিতরন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft