শনিবার ১৯ এপ্রিল ২০২৫
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ২:১২ PM
কম বয়সেই যাদের চোখে সমাজের ছবি আঁকার আগ্রহ থাকে, তারা একদিন সমাজ বদলানোরও স্বপ্ন দেখে। এমনই এক বিস্ময়কর শিশু সাবিহা, যার বয়স মাত্র কয়েক বছর, কিন্তু তার আগ্রহ যেন একজন পরিপূর্ণ সাংবাদিকের মতো। বিছানায় বসে প্রতিদিন সকালের সংবাদপত্র হাতে নিয়ে সাবিহা যেমনভাবে খবরের শিরোনামে আঙুল রাখে, তা দেখে বোঝা যায়—সে শুধু পত্রিকা পড়েই না, বুঝতে চায়, জানতে চায়।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের মুন্সী বাড়ীর মেয়ে সাবিহা ইসলাম—মাত্র ৫ বছর বয়সেই বই, পত্রিকার প্রতি তার বিশেষ আগ্রহ দেখে সবাই মুগ্ধ। যেই বয়সে অন্য শিশুরা খেলাধুলা আর কার্টুনে মগ্ন থাকে, সেই বয়সেই সাবিহা নিয়মিত সংবাদপত্র পড়ার চেষ্টা করে।

সাধারণত এই বয়সে শিশুরা কার্টুন বা খেলনা নিয়ে ব্যস্ত থাকে, সেখানে সাবিহা ব্যতিক্রম। সে প্রতিদিন সকালে বাবা-মায়ের সঙ্গে পত্রিকা পড়ে, আর প্রশ্ন করে বিভিন্ন খবর নিয়ে—"এই মানুষটা কেন জেল খেয়েছে?" কিংবা "এই ছবিটা কী নিয়ে?"

বর্তমানে শিশু সাবিহ নার্সারিতে পড়ে এবং একটি মাদ্রাসায় নার্সারী শ্রেনীতে পড়াশোনা করছে। তার মা ফাহিমা বেগম প্রিয়া একজন সাহসী নারী সাংবাদিক এবং গৃহিনী। বাবাও ধর্মানুরাগী একজন ব্যবসায়ী। মা–বাবার অনুপ্রেরণায় সাবিহার মাঝে ছোটবেলা থেকেই জ্ঞান অর্জনের আগ্রহ তৈরি হয়েছে।  

সাবিহার মা জানান, “ওর বয়স অল্প হলেও যেকোনো কিছু জানার প্রবল আগ্রহ রয়েছে। সংবাদপত্রে ছবি, হেডলাইন, এমনকি কিছু শব্দও উচ্চারণ করতে পারে। আমরা চাই, সে বড় হয়ে দেশ ও মানুষের জন্য কিছু করবে।”

এই আগ্রহ, এই জানার আকাঙ্ক্ষা আমাদের আশান্বিত করে যে আগামী দিনের বাংলাদেশে সাবিহার মতো শিশুরা শুধু শিক্ষিতই নয়, সচেতনও হয়ে উঠবে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft