শনিবার ১৯ এপ্রিল ২০২৫
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১১:০৭ PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুরাদনগরে উত্তপ্ত হতে শুরু করেছে রাজনৈতিক মাঠ, একই দিনে একই সময়ে জনসভা ডেকেছে বিএনপি ও এনসিপি। তবে এখন পর্যন্ত দুই দলের কেউই প্রশাসনের কাছে জনসভার অনুমতি চেয়ে লিখিত কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। এ নিয়ে উপজেলা জুড়েই এখন জনমনে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

জনসভাকে সামনে রেখে উভয়ের পক্ষ থেকেই চালানো হচ্ছে বেশ প্রচার-প্রচারণা। দু’দলের নেতারাই বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলছে জনসভা রূপ নেবে জনসমুদ্রে। সত্যিই কি এমনটা হবে? নাকি কর্মীদের উপস্থিতি নিয়ে পিছিয়ে পড়তে হবে কোনো এক দলকে? এই প্রশ্নের সামনেই যেন এখন দাঁড়িয়ে আছে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা।

শনিবার (১৯ এপ্রিল) আন্দিকোট ইউনিয়নের হায়দরাবাদ সামসুল হক কলেজ মাঠে জনসভার ডাক দিয়েছে মুরাদনগর উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। অপরদিকে একই সময়ে পার্শ্ববর্তী আকবপুর ইউনিয়নের পীর কাশিমপুর হাইস্কুল মাঠে জনসভার ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাঙ্গরা বাজার থানা শাখা। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা মো. বিল্লাল হোসেন মাস্টার।

একই দিনে জাতীয় নাগরিক পার্টির জনসভা ডাক দেওয়ার বিষয়ে জানতে চাইলে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নতুন দল তাদেরকে অবশ্যই স্বাগত জানাই। তবে মুরাদনগর উপজেলা বিএনপি তাদেরকে কখনোই প্রতিপক্ষ হিসেবে মনে করে না। মুরাদনগরে সুষ্ঠু নির্বাচন হলে ৯০% ভোট পাবে দাদা কায়কোবাদ।

এ সময় তিনি জাতীয় নাগরিক পার্টির জনসভার খরচের বিষয়ে অভিযোগ করে বলেন, মুরাদনগরে প্রত্যেকটি জায়গা থেকে এখন চাঁদাবাজি করছে জাতীয় নাগরিক পার্টির লোকজন। আর সাধারণ মানুষও ভয়ে তাদেরকে চাঁদা দিচ্ছে, কারণ যিনি চাঁদা নিচ্ছেন তিনি উপদেষ্টার বাবা। বিএনপির জনসভার আয়োজনের খরচের উৎস জানতে চাইলে মহিউদ্দিন অঞ্জন বলেন, আমাদের নেতাকর্মীদের ব্যক্তিগত টাকা এবং দলীয় ফান্ড থেকেই এই জনসভার আয়োজন করা হচ্ছে।

তবে জাতীয় নাগরিক পার্টির লোকজনের চাঁদা নেওয়ার বিষয়টি অস্বীকার করে মুরাদনগর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক উবাইদুল হক সিদ্দিকী বলেন, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে প্রতিটি অনুষ্ঠান করা হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা নিজেদের চাঁদাবাজি আড়াল করতেই উপদেষ্টার বাবা এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দিচ্ছেন। জাতীয় নাগরিক পার্টি তার জনপ্রিয়তা প্রমাণ করবে জনসভাকে জনসমুদ্রে পরিণত করার মধ্য দিয়ে।

একই দিনে পাশাপাশি ইউনিয়নে বিএনপি ও এনসিপির জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘জনসভার বিষয়ে বিএনপি ও এনসিপির নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। দুই দলের পক্ষ থেকে জানিয়েছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। তারপরও আমাদের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা থাকবে দুই জনসভা স্থলে। পাশাপাশি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা পেতে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি ইউএনওকেও জানিয়ে রেখেছি।’

তবে বিএনপি ও এনসিপির জনসভাকে কেন্দ্র করে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান জানালেন ভিন্ন তথ্য। তিনি জানান, জনসভা করার বিষয়ে দুই দলের কারও পক্ষ থেকে কোনো অনুমতি চাওয়া হয়নি। বিষয়টি আমাকে জানিয়েছেন বাঙ্গরা বাজার থানার ওসি। অনুমতি না চাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে জনসভা বন্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এ বিষয়ে ডিসি মহোদয়ের সাথে কথা বলে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত সময় রয়েছে আবেদন করার। দেখা যাক কি হয়।’


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft