প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৮:৪৯ PM

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের আই/২ ব্লকে ২জন শিশু পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে বলে জানা গেছে।
মৃত শিশুরা হলেন- ২নং রোহিঙ্গা ক্যাম্পে আই/২ ব্লকের আব্দুল কাশেম এর ছেলে নুর হাশিম (১০) ও একই ব্লকের মোহাম্মদ সালাম এর ছেলে মো. রাশেদ (০৭)
শুক্রবার (১৮ এপ্রিল) ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬নং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লেদা একটি ইট ভাটার পুকুরে এঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি গুরা মিয়া।
গুরা মিয়া জানান, নয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর আই/২ ব্লকে বসবাসরত নূর হাসিম ও মো. রাশেদ নামের দুই জন রোহিঙ্গা শিশু নিকটস্থ ব্লকের পাশে পুকুরে গোসল করতে গেলে অসতর্কতা বসত পানিতে পড়ে যায়।
তিনি আরও জানান, পরবর্তীতে আশেপাশের রোহিঙ্গাদের সহায়তা শিশু দু’টিকে উদ্ধার করা হলে নূর হাসিম নামের শিশুটি তাৎক্ষণিক মারা যায় এবং মোহাম্মদ রাশেদ নামের আহত শিশুটিকে নিকটস্থ TDH হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
আজকালের খবর/ওআর