প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৭:৩৭ PM

খাগড়াছড়িতে অস্ত্রের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীসহ অপহরণের ঘটনায় তাদের অবস্থান শনাক্ত করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) যৌথবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকা থেকে তাদের অপহরণের অভিযোগ ওঠে।
অপহৃত শিক্ষার্থীরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা ও মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা এবং শিক্ষার্থী লংঙি ম্রো। তারা সকলেই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অপহরণের ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী আঞ্চলিক সংগঠন ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। তবে ইউপিডিএফ এ অভিযোগ অস্বীকার করেছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা এ নিয়ে গণমাধ্যমকে জানান, ‘অপহৃতদের উদ্ধারে জোর তৎপরতা চলছে। তাদের উদ্ধারে প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।’
আজকালের খবর/ওআর