প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ২:৩২ PM

ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার বাংলাদেশ শাখা ক্যাম্পাসে বুধবার (১৬ এপ্রিল) বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। স্টুডেন্ট অ্যাফেয়ার্স এন্ড এলামনাই এর উদ্যোগে ইউনিভার্সিটির কালচারাল ক্লাব ও ফটোগ্রাফি ক্লাব যৌথভাবে এই আয়োজন করে।
রাজধানীর বনানীতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাসে বর্ষবরণ আয়োজনে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, সঙ্গীতানুষ্ঠান এবং বৈশাখী মেলা। শিক্ষার্থীরা আবহমান বাংলার নানা পণ্য ও খাবারের পসরা সাজিয়েছিল এই মেলায়।
অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেন- ইউনিভার্সিটির শিক্ষার্থী নুসরাত জাহান রীতিকা ও তাসনিম সারাহ। বর্ষবরণ সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করেন ফ্যাকাল্টি মেম্বার মাসিয়াত প্রাপ্তি, শিক্ষার্থী এড্রিয়েন হেনরি রডরিকেস এবং অনুভব অগাস্টিন পালমা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- একটিং ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর বিজয় প্রসাদ বড়–য়া পিএইচডি, প্রভোস্ট চ্যান জো জিম, ডীন প্রফেসর গোলাম আহমেদ ফারুকী পিএইচডি। এছাড়া ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের এডভাইজার ফাবিহা তানজিম, প্রেসিডেন্ট এরিক আলম খান, ভাইস প্রেসিডেন্ট রায়া সিরাজী, সেক্রেটারি লামহা মাসিয়াত ভুঁইয়া, পাবলিসিটি সেক্রেটারি আজরা সাদিয়া, অর্গানাইজিং সেক্রেটারি ওয়ারিশা খান, ফটোগ্রাফি ক্লাবের এডভাইজার আকিব হক এবং প্রেসিডেন্ট নাবা আলী আয়শা উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে ইউনিভার্সিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
আজকালের খবর/বিএস