শনিবার ১৯ এপ্রিল ২০২৫
শিগগিরই ইউরোপে ভিসা-মুক্ত ভ্রমণ সুবিধা পাবেন সৌদি নাগরিকরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৫:৫৮ PM
শিগগিরই ইউরোপের শেনজেন অঞ্চলে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন সৌদি আরবের নাগরিকরা। এই সিদ্ধান্তকে দুই অঞ্চলের মধ্যে একটি বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সৌদি আরবে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ক্রিস্টোফ ফার্নাউড এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে, সৌদি নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশে স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য আর কোনও ভিসার প্রয়োজন পড়বে না।

এর আগে ইউরোপীয় কমিশন সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার ও ওমানের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে। এসব দেশের নাগরিকরা এখন পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাচ্ছেন, যার মাধ্যমে একাধিকবার ইউরোপে স্বল্পমেয়াদি সফর করা যাচ্ছে।

এই উদ্যোগটি সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি সরকার দেশের অর্থনীতিকে বৈচিত্র্যময় ও আধুনিক করার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা এবং পর্যটন খাতকে গুরুত্ব দিচ্ছে।

এদিকে, উপসাগরীয় সহযোগিতা পরিষদ “জিসিসি গ্রান্ড ট্যুরস” নামে একটি যৌথ ভিসা চালুর পরিকল্পনা করছে। এই একক ভিসার মাধ্যমে পর্যটকরা একাধিক জিসিসি দেশ সফর করতে পারবেন এবং ৩০ দিনেরও বেশি সময় সেখানে অবস্থান করতে পারবেন। যদিও এই ভিসা চালুর নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। সূত্র: গালফ নিউজ

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
টঙ্গীতে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি বিতরন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft