প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৪:৫২ PM

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সংলগ্ন কোনার পাড়া এলাকা থেকে একটি পরিত্যক্ত অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড বোমা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) সকালে টেকনাফ সদরের কোনার পাড়া নির্মাণাধীন ভবন ওয়েভস পয়েন্ট লি. এর পাশে শহর মুল্লুক এর দখলীয় জমির আশেপাশের একটি স্থান থেকে এই হ্যান্ড গ্রেনেড বোমাটি উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, একটি সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফ সদরের মেরিন ড্রাইভ সংলগ্ন কোনার পাড়া এলাকায় নির্মাণাধীন ভবন ওয়েভস পয়েন্ট লি. এর আশপাশের একটি স্থান থেকে একটি পরিত্যক্ত অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড বোমা সাদৃশ্য বস্তু পাওয়া যায়।
তিনি আরও বলেন, এই ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ প্রদান করা হয়েছে। ঘটনাস্থলটি থানা পুলিশের মাধ্যমে কর্ডন করা হয়েছে। বর্তমানে ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আজকালের খবর/ওআর