প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩:২৩ PM আপডেট: ১৬.০৪.২০২৫ ৩:২৫ PM

সম্প্রতি কুয়েটের ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের প্রতিবাদে এবং তাদের যৌক্তিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একই দিনে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ কুয়েটের উপাচার্যকে অপসারণের দাবি জানান ছাত্র ইউনিয়ন, ইবি সংসদ।
প্রতিবাদ সমাবেশে কুয়েট কর্তৃপক্ষকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আহ্বান জানান এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান তারা। ছাত্র ইউনিয়ন ইবি শাখার বিবৃতিতে বলা হয়, ‘৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত অবিচারমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহারের দাবি করছি।’
এদিকে প্রতিবাদ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘কুয়েটের উপাচার্য যে ন্যাক্কারজনক কাজ করেছে সেটা বিগত ১৭ বছরের পতিত স্বৈরাচার সরকারও করতে সাহস করেনি সেটা তিনি করেছেন। নৈতিকতার বিরুদ্ধে দাঁড়িয়ে একজন উপাচার্য নৈতিক চেয়ারে বসতে পারেন না। এই ন্যাক্কারজনক ঘটনা শুধু কুয়েট না সারাদেশে উদাহরণ হয়ে থাকবে। আপনারা যদি কারো প্ররোচনায় একে অপরের বিভাজনে লিপ্ত হোন, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে কাম্পাস থেকে বের করে দিতে বাধ্য হবে।’
আজকালের খবর/ওআর